হাজার বছরের সেই পুরোনো এনিমিয়া । পর্ব-৪: Thalassemia।

মন্তু দেখলো ডাক্তার আপা টুনিকে ডেকে তার পরিবার, বাবা- মা, ভাইবোন নিয়ে গল্পে গল্পে এটা সেটা জিজ্ঞেস করছে। তখন মন্তু হুট করে জিজ্ঞেস করে বসলো, ” আপা, টুনি তো অনেকদিন হইলো তার বাপের বাড়ি যায়না, বাপ মায়ের অবস্থা শুইনা কি হইবো?” ডাক্তার আপা : কারণ আছে মন্তু মিয়া। আসলে একটি … Continue reading হাজার বছরের সেই পুরোনো এনিমিয়া । পর্ব-৪: Thalassemia।