নীলগিরিতে পড়ছি মোরা নিউমোনিয়া: পর্ব ১

পর্যটনের শহর বান্দরবান, পাহাড় আর মেঘের মিতালি যেখানে দেখতে পাওয়া যায়, বর্ষা হোক বা শীত, পাহাড়টা যদি হয় একটু উঁচু তবে তার চূড়া দেখতে পারাটা হয়ে যায় বেশ ভার, কেন! মেঘ থাকে যে!! আর ভাবুন তো, সেই মেঘে ঢাকা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে নীলগিরি যাওয়ার পথে গাড়ির ভেতর দিয়েই বয়ে … Continue reading নীলগিরিতে পড়ছি মোরা নিউমোনিয়া: পর্ব ১