ফেলুদার ‘Rigor Mortis’ কথন। (পর্ব -১)

সকাল ১০ টার দিকে ফোন আসলো হোটেলরুমে। যেই লোকের কারণে ঢাকাতে আসা সেই খুন! তাড়াতাড়ি নাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম উমানাথ ঘোষালের বাড়ির উদ্দেশ্যে। সেই বাড়িতে গিয়ে দেখা গেলো ভদ্রলোক তার পড়ার টেবিলের সামনে চেয়ারের উপরে বসা, জানালার দিকে মুখ করে। মাথায় একটি গুলির চিহ্ন। ডান হাত কোলের উপরে এবং … Continue reading ফেলুদার ‘Rigor Mortis’ কথন। (পর্ব -১)