11 October
শরীর টা খারাপ হওয়ায় ব্যোমকেশ গেলেন গ্রামে একটু হাওয়া বদলের চিন্তায়। গ্রামে এসেছেন দিন দুয়েক হলো কিন্তু কোথাও বের হচ্ছেন না তাই বরদাবাবুকে ডেকে পাঠিয়েছেন রাতে শিকারে যাবেন বলে। বেশ দেরী করেই বরদাবাবু এলেন, ইতস্তত করতে করতে ব্যোমকেশ কে বললেন: বরদাবাবু: ইয়ে, দাদামশাই একটা কথা ছিল। যদি অনুমতি দিতেন বলতাম…