19 September
রোজ সকালে রমনা পার্কে হাটতে যাওয়া মায়েদা আর তার বাবার অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন ভোরে সুয্যি মামা উঁকি দেওয়ার পর সকালের নামাজ পড়ে বাবা মেয়ে কথার ঝুরি নিয়ে হাটতে বের হয়ে যায়। মায়েদা তার বাবার সঙ্গ খুব উপভোগ করে। রুটিনে ব্যাঘাত না ঘটিয়ে তারা আজও পার্কে হাটাহাটির উদ্দেশ্যে রওনা হল।…