19 June
আগে একটুখানি গল্প হোক, মারদাঙ্গা গল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর। লোডশেডিং হচ্ছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। একটি প্লেন হঠাৎ চুপিসারে এসে রানওয়ের এককোণে ল্যান্ড করলো। তার পরপরই বিমান থেকে নেমে এল কালো মুখোশ পড়া একদল সন্ত্রাসী। সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে সটকে বাইরে চলে গেল সন্ত্রাসীরা। তারপর টানা ৩০ মিনিট দৌড়ে সোজা…