31 May
মেডিসিন হল শার্লক হোমসের রহস্যের মত, সমুদ্র থেকে আতিপাতি করে ক্লু খুঁজে খুঁজে গোলকধাঁধা মিলানো। এটা কঠিন, কিন্তু মিলাতে পারলে মজার। সমুদ্র যাত্রা শুরু হল, আমার ডুবে যাওয়ার সম্ভাবনা সমূহ, তবুও চেষ্টা। পুরুষ রোগী। বয়স ৪৫। সমস্যাঃ শরীর দূর্বল। খাওয়ার রুচি একদমই কম। বমি ভাব, বমি। ওজন কমে যাচ্ছে। কতটুকু…