30 September
বিকেলের মিষ্টি রোদে শিমুলতলার রোড ধরে তনু আর তমাল পাশাপাশি হাটছিল। তনুকে আজ বড় মিষ্টি লাগছে। নীল শাড়িতে তনুকে মানিয়েছে বেশ। হাতে একগাছি নীল চুড়ি আর কপালে একটা নীল টিপে মনে হচ্ছে কোন এক গভীর মায়ায় তাকে আচ্ছন্ন করে রেখেছে। তনুর খোলা চুলে যখন মৃদু বাতাসের ঢেউ খেলে যায় তখন…