Receptor

‘Receptor’ যখন প্রেমের ঘটক!!!

বিকেলের মিষ্টি রোদে শিমুলতলার রোড ধরে তনু আর তমাল পাশাপাশি হাটছিল। তনুকে আজ বড় মিষ্টি লাগছে। নীল শাড়িতে তনুকে মানিয়েছে বেশ। হাতে একগাছি নীল চুড়ি আর কপালে একটা নীল টিপে মনে হচ্ছে কোন এক গভীর মায়ায় তাকে আচ্ছন্ন করে রেখেছে। তনুর খোলা চুলে যখন মৃদু বাতাসের ঢেউ খেলে যায় তখন…

নিরা ও সোমার Receptor পঠন

হোস্টেলের বারান্দায় বসে একমনে কি যেন ভাবছে সোমা। নিরা: কিরে সোমা, কি এতো ভাবছিস বল তো? সোমা: নারে, ফেসবুকে একটা লেখা দেখলাম,  “তুমি হবে receptor, আমি হবো drug,   দু’জনে মিলে করবো বাজিমাত।” কিন্তু এই drug এর সাথে receptor এর কি সম্পর্ক বুঝতে পারছিনা!  নিরা: এই ব্যাপার! শোন, আমাদের body তে…