দুই বন্ধু বসে আছে,ভাবতেছে নতুন কি শিখা যায়..অনেক ত হলো পুরোনো পড়া।
তো একজন বলে উঠলো আচ্ছা বল দেখি, HIV তে মৃত্যুকে দীর্ঘায়িত করার কোনো উপায় আছে কি?!
অপরজন ত অনেক ভাবলো, নাহ কোনো উপায় ত পেলো না।
যাক এবার চল, নতুন একটা জিনিস শিখে ফেলি।
-আগে বল মাইক্রোবায়োলজি আমরা কোন বই পড়ি?!
- কোনটা আবার Lange Review of microbiology & immunology.
- আচ্ছা,তাহলে এবার শুন.আমরা ত জানি Hepatitis virus গুলো হলো Hepatitis A, B, C, D, E তাই তো?!
- হ্যা , কিন্তু স্যার ত ক্লাসে আরেকটা নামও বলছিলো মনে করতে পারছি না😕
- আমিই মনে করিয়ে দিচ্ছি- সেটা হলো Hepatitis G virus.
-ও হ্যা মনে পড়েছে। Hepatitis G virus যা কি না Hepatitis C virus এর মতোই flavi virus family র কিন্তু তবে disease manifestion Hepatitis C virus র মতোন না। ঠিক বলছি না?! - একদম ঠিক। তবে HGV কিন্তু chronic infection করতে পারে যা কি না ১০ বছরও স্থায়ী হতে পারে।
- কিন্তু HIV এর সাথে তুই Hepatitis G virus কে নিয়ে আসলি কেনো?!
- হা হা হা।এটাই ত আসল মজা।শুন তাহলে,,কেউ যদি Hepatitis G এবং HIV দ্বারা coinfected হয় তাহলে কিন্তু HIV র জন্য মৃত্যু প্রায় ২০-২৫ বছর বিলম্বিত হতে পারে, এমনকি এও পাওয়া গেছে যে Hepatitis G virus infected হলে HIV হওয়ার সম্ভাবনাও কমে যায়।
- এত কিছু ত জানতাম না রে। আচ্ছা এটার কারন কি তাহলে?!
- কারন আর কিছুই না,HIV এর replication কে interfere করতে পারে Hepatitis G virus.
- বাহ,নতুন একটা জিনিস শিখতে পারলাম।তোর মত করে পড়তে হবে তাহলে❤❤।
Firdaus Alam, 4th year
President Abdul Hamid Medical College and Hospital (2016-17)