Thorax

বুকে জমানো Venous Drainage

Thorax এর কথা যদি বলি সবার আগেই আসবে হৃদয়ের কথা, অর্থাৎ Heart এর কথা। সকল Blood, vein এর মাধ্যমে আসবে Heart এ। আর পুরো শরীর থেকে (Lungs বাদে) সকল Blood, heart এ নিয়ে আসে দুই ভাই। একজন Superior vena cava (SVC) আরেকজন Inferior vena cava (IVC)। সকল Vein ultimately এই…

হৃদয়কে ঠিক রাখতে জানতে হবে হৃদয়কে

প্রথমেই heart এর definition জানবো ➡️The heart is a hollow muscular organ situated in the mediastinum of the thoracic cavity, enclosed in the pericardium. ➡️Measurement 1) Apex থেকে base : 12 cm 2) Antero-posterior diameter : 6cm 3) Transverse diameter : 9 cm 4) Weight: 300 g in male 250g…

Costochondritis and Tietze Syndrome: Often mistaken for a heart attack

◾Costochondritis কি? Costochondritis হলো rib cage এর cartilage এর প্রদাহ। এটি সাধারণত Costosternal joint বা Costosternal junction এর cartilage এ হয়ে থাকে। উপরের দিকের rib গুলো sternum বা breastbone এর সাথে যেখানে যুক্ত হয়, তাকেই Costosternal joint বলা হয়। Costochondritis জনিত বুকে ব্যথা হালকা থেকে গুরুতর হতে পারে। হালকা ব্যথার…

প্রশ্নে প্রশ্নে The Mediastinum (Part-3)

নিতু আজ খুব খুশি। সে আজ আবার ও যাবে শিলা আপুর কাছে The Mediastinum সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে। প্রশ্নে প্রশ্নে শিলা আপুর সাথে আলোচনার মাধ্যমে শিখতে নিতুর বেশ ভালো লাগে। শিলা আপুর কাছে Mediastinum, এর Divisions, Superior mediastinum, Inferior mediastinum, সেই সাথে এর subdivisions Anterior এবং Middle mediastinum সম্পর্কে ও…

প্রশ্নে প্রশ্নে The Mediastinum ( part-2 )

নিতু আজ আবার যাবে শিলা আপুর কাছে। The mediastinum টপিক টা নিয়ে আলোচনা করতে। Superior mediastinum পর্যন্ত সে শিলা আপুর কাছে জেনেছে,‌ আজ বাকিটা পড়বে। নিতু : আপু, আমি যথারীতি আবার ও তোমাকে বিরক্ত করতে হাজির হয়েছি। শিলা : কি যে বলিস! আলোচনা করতে আমার ও বেশ ভালো লাগে। নিতু।…

প্রশ্নে প্রশ্নে The Mediastinum ( part-1 )

নিতু আজ বিশেষ উদ্দেশ্য নিয়ে শিলা আপুর কাছে যাচ্ছে। নিতু ‌প্রায়ই নতুন কোনো টপিক পড়লেই কনসেপ্ট ক্লিয়ার ‌করতে শিলা আপুর কাছে ছুটে যায়। নিতু : আপু, আমি এসেছি! শিলা : তোর অপেক্ষায়ই ছিলাম। বল আজকের টপিক কি? নিতু : আজকের টপিক ‌The Mediastinum। শিলা : ঠিকাছে, যেহেতু পড়ে এসেছিস আমি…

Let’s know everything about The First Rib item

সামনের সপ্তাহে thorax card final exam। আজকে স্যার সবার pending item নিবেন আগেই বলে দিয়েছিলেন। স্যার: 1st rib item যার যার pending ছিলো আসো। Item টেবিলে স্যারের সামনে বসে অাছে সাদিয়া এবং রিমা। তাদের 1st rib এর pending item ছিলো। স্যার: Item ভালো করে পড়ে এসেছো তো? “yes, sir.” স্যার:…

Heart এবং Left Lung এর ভালোবাসার কল্পকাহিনি

কথায় আছে ভালোবেসে কাউকে নিজের অন্তরে জায়গা দিতে চাইলে সেখানে নিজের অনেকটা জায়গা ছেড়ে দিতে হয়ে, করতে হয় অনেক Sacrifice। এমনই এক ভালোবাসার “কাল্পনিক” গল্প হলো মানবদেহের Heart এবং Left Lung এর মধ্যে। Thorax নামক এক দেশে রাজধানী ছিলো Mediastinum। সেখানকার রাজকন্যা ছিলো Heart। রাজকন্যা Heart কে পছন্দ করতো জমজ…

Discussion on Thoracic Vertebrae (Part-02)

(Part: 01) এ আমরা typical thoracic vertebrae সম্পর্কে বলেছি। এখন জানবো atypical thoracic vertebrae সম্পর্কে। 🔴 Atypical thoracic vertebra কয়টি? ⏩ 5 টি (1st, 9th to 12th)। Atypical thoracic vertebrae এর কিছু special feature আছে যার জন্য এদের atypical thoracic vertebrae বলে। 1st thoracic vertebrae: 🔴 1st thoracic vertebrae তে…

Discussion on Thoracic Vertebrae (Part-01)

আজকে আমরা thoracic vertebrae সম্পর্কে জানবো। নাম শুনেই বোঝা যাচ্ছে thoracic vertebrae এর location। হ্যাঁ, thoracic region এ থাকে thoracic vertebrae।  ◾ আমাদের দেহে কয়টি thoracic vertebrae আছে? ➡ 12 টি। এর মধ্যে 7 টি typical thoracic vertebrae (2nd to 8th) এবং 5 টি atypical thoracic vertebrae (1st, 9th to…