Neurosurgery

An Interesting Case of Macroprolactinoma

২০১৪ সালের কথা। সবেমাত্র করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছি। জরুরী বিভাগে ডিউটি করছি। আনুমানিক ২৫ বছরের একজন মহিলা ( বয়স মনে নেই, অনেক আগের ঘটনাতো) এলেন Diarrhoea নিয়ে সাথে Severe dehydration। উনার স্বামী সাথে এসেছেন, হুজুর মানুষ। বুঝলাম অবস্থা এতটা খারাপ হয়েছে বলেই হাসপাতালে এনেছেন। যাই হোক আমি Intra-venous…

পার্কিনসন ডিজিজের পাঁচকথা!

Epidemiology: • ৬০ বছরের বেশি বয়স্কদের বা এর আশেপাশে হয়ে থাকে, ৫% হয়ে থাকে ৪০ বছরের নিচে। • সারা পৃথিবীর প্রায় ১০ মিলিয়ন মানুষ এই Neurodegenerative disease এ আক্রান্ত। • প্রতি ১০০০ জন মানুষের মধ্যে ১-২ জন এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। নামকরণঃ ব্রিটিশ ফিজিশিয়ান James Parkinson এর নাম অনুসারে।…