Career

এমবিবিএস কিংবা বিডিএস পাশ করার পরেই মনের মাঝে একগাদা চিন্তা এসে বাসা বাঁধে। কি করব? জিপি নাকি শুধু পড়াশুনা? আগে বিসিএস নাকি আগে পোস্টগ্র্যাডুয়েশন? দেশে থাকব নাকি বাইরে চলে যাব? এমন আরো হাজার হাজার প্রশ্ন।

সবার পরিস্থিতি একরকম নয়। কাজেই, প্রতিটি রাস্তার সুবিধা, অসুবিধা জেনে নিজের পথ বেছে নিতে হবে নিজেকেই। ক্যারিয়ার বিষয়ে সকল তথ্য এক স্থানে পাবার সুবিধা নিয়ে এসেছে “প্ল্যাটফর্ম সিএমই”।

ক্যারিয়ার বিষয়ক সকল তথ্য যোগ, আপডেট করা ও সকল ধরনের সহায়তায় আছে প্ল্যাটফর্ম ক্যারিয়ার উইং।