আপনার কি কখনও গরম স্যুপের প্রথম চুমুক কিংবা চা পান কিংবা আইসক্রিম অথবা ঠাণ্ডা জাতীয় খাবার গ্রহণকালে দাঁতে হঠাৎ মৃদু ব্যথা বা একপ্রকার অদ্ভুত অসহনীয়তা অনুভূত হয়েছে? এই অনুভূতিকে বলা হয় দাঁতের অতিসংবেদনশীলতা বা teeth sensitivity।
তবে জেনে রাখুন, এটি আপনার একার নয়। Teeth sensitivity হলো খুবই সাধারন দাতেঁর সমস্যাগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি।
🔻তাহলে চলুন আজকে দাঁতের অতিসংবেদনশীলতা কি, কেন হয় এবং এর প্রতিকার সম্পর্কে কিছু ধারণা নিয়ে আসি… 👇
⭕ প্রথমেই জেনে নেয়া যাক ”দাঁতের অতি সংবেদনশীলতা কী?” (“What is Teeth Sensitivity?”)
Ans.
▶️ যদি গরম, ঠান্ডা, মিষ্টি বা অতিরিক্ত অ্যাসিডযুক্ত খাবার এবং পানীয়, বা ঠান্ডা বাতাসে শ্বাস নেওয়া আপনার দাঁতকে বেদনাদায়ক করে তোলে এবং শিরশির অনুভূত হয় তবে আপনার দাঁতের অতি সংবেদনশীলতা রয়েছে।
🟢কিছুটা teeth sensitivity স্বাভাবিক, তবে শীতল পানীয় পান করার মতো দৈনন্দিন কাজকর্মগুলিতে ব্যথা অনুভূত হওয়া স্বাভাবিক নয়।
⭕ দাঁতের মূলত তিনটি স্তর রয়েছে – এনামেল, ডেন্টিন এবং পাল্প।
👉সুস্থ দাঁতের শুধু এনামেল ছাড়া বাকি সব অংশই সংবেদনশীল।
⚠ যখন প্রথম স্তর ছাড়া পরের দুই স্তর বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয় বা উন্মুক্ত হয়ে যায় তখনই এই সংবেদনশীলতা অনুভূত হয়।
↪তাছাড়া দাঁতের মাড়ি নিচে নেমে গেলেও আমরা এই অতিসংবেধনশীলতা অনুভব করতে পারি। যা মেডিকেলের ভাষায় dentine hypersensitivity বা root sensitivity নামে ও পরিচিত।
⭕ দাঁতের অতি সংবেদনশীলতা কেনো হয়? (causes of teeth sensitivity?)
Ans.
♦ডেন্টাল ক্যারিজ / dental carries : ব্যাকটেরিয়ার জন্য যদি দাঁতের ক্ষয় দ্বিতীয় স্তরকে স্পর্শ করে বা ক্ষতিগ্রস্ত করে তখন অতিসংবেদনশীলতা অনুভব হতে পারে।
♦এট্রিশন / attrition : বয়স বাড়ার সাথে সাথে দাতেঁর ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তার জন্য দাঁতের অতি সংবেদনশীলতা অনুভব হতে পারে।
♦এব্রেশন / abrasion : জোরে জোরে নিয়ম না মেনে দাঁত ব্রাশ করা বা ছাই, কয়লা বা লবণ দিয়ে দাঁতকে পরিষ্কার করলে দাঁতের ক্ষয় হয়ে অতি সংবেদনশীলতা অনুভব হতে পারে।
♦ইরোশন / erosion : অনেকেরই গ্যাস্ট্রিক এসিডিটির সমস্যার কারনে মুখে দীর্ঘ সময় এসিডিক একটা পরিবেশ থাকায় দাতেঁর ক্ষয় হয় বা এসিডিক খাবারের কারণে (Acidic foods- যেমন : সোডা, চিনি ইত্যাদি) দাতেঁর ক্ষয় হয়ে অতিসংবেদনশীলতা হয়ে থাকে ।
♦মাড়ি নিচে নেমে গেলে অর্থাৎ মাড়ি ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি হলে (Gingival recession) দাঁতের দ্বিতীয় স্তরকে উন্মুক্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয় তখন অতিসংবেদনশীলতা অনুভব হতে পারে।
♦দীর্ঘ দিন ধরে মাউথওয়াশ ব্যবহার করলে।
♦ ভাঙা দাঁত (Cracked teeth / Broken teeth).
♦মাড়ির প্রদাহ / Gingivitis
⭕ এখন কি ধরনের লক্ষণ দেখে বুঝবেন যে আপনার দাঁতের অতি সংবেদনশীলতা স্বাভাবিক নয়? (sign symptoms of teeth sensitivity?)
Ans.
♦ কোনো কারণ ছাড়াই দাঁতে হঠাৎ অল্প সময়ের জন্য ব্যথা
♦ শিরশির বা সংবেদনশীলতা নির্দিষ্ট দাঁতে স্থির থাকা
♦দাঁতে তীক্ষ্ণ (sharp) ব্যথা অনুভূত হওয়া
♦কামড় দেওয়া বা চিবানোর সময় ব্যথা।
⭕ এখন জেনে নেয়া যাক কিভাবে এই রোগটি নির্ণয় করবেন (Diagnosis of teeth sensitivity)
♦Teeth sensitivity সাধারণত রোগীর দ্বারা প্রথম সনাক্ত করা হয়।
♦পরবর্তীতে ডেন্টিস্ট প্রথমে রোগীর history নিবেন।
♦এর পর thermal test & air pressure test এর মাধ্যমে তা শনাক্ত করবেন।
♦ প্রয়োজনে মূল সমস্যা খুঁজে বের করতে এক্সরে করাতে পারেন ।
⭕ তাহলে দাঁতের অতি সংবেদনশীলতা কিভাবে প্রতিকার করব এবং এর চিকিৎসা কি? ( prevention and treatment of Tooth sensitivity?)
♦সময় নিয়ে আস্তে আস্তে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা
♦ছাই, কয়লা বা লবণ দিয়ে দাঁতকে পরিষ্কার না করা
♦নরম টুথব্রাশ ব্যবহার করা।
♦ফ্লুরাইড জাতীয় টুথপেস্ট ব্যবহার করা
♦এসিডিক সমস্যা করে সেসব খাবার গ্রহণ থেকে বিরত থাকা
♦Alcohol বা কোমল পানিয় এড়িয়ে চলা আর যদি কোনো কারণবশত গ্রহন করে তবে ৩০ মিনিটের মধ্যে দাঁত ব্রাশ না করা
♦ফ্লোরাইডযুক্ত মাউথওয়াস ৩ মাস অন্তর অন্তর কিছুদিন বিরতি দিয়ে ব্যবহার করা।
♦যদি দাঁতের ক্ষয়ের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে দাঁতের রঙের সাথে মিলিয়ে ফিলিং করে নেওয়া।
♦যদি আঘাত/ ঘর্ষণ জনিত ক্ষয়ে দাঁতের এনামেল ও ডেন্টিনের ভেঙে যায় এবং যদি বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে root canal treatment করে পরবর্তিতে দাঁতে crown করে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।
⚫পরিশেষে বলা যায় যে নিয়মিত সঠিক পদ্ধতিতে দাঁতের যত্ন নেয়া , দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই অভিজ্ঞ ডেন্টাল সার্জনের পরামর্শ নেয়া এবং কিছু সচেতনতার মাধ্যমে আমরা খুব সহজেই tooth sensitivity / দাঁতের অতিসংবেদনশীলতা থেকে মুক্তি পেতে পারি।
SAKURA SADAF EKA
MH SAMORITA MEDICAL COLLEGE AND DENTAL UNIT
SESSION : 2017-18