হাজার বছর ধরে বয়ে চলা জীবনধারায় টুনি আর মন্তু দুইটি নাম। তারা অব্যক্ত ভালোবাসার জোয়ারে ভাসা দু’জন, তবে তাদের সম্পর্ক ঠিক বন্ধুর মত। তারা সকলের অগোচরে রাতের বেলায় বেরিয়ে পড়ে মাছ ধরতে। বর্ষায় যায় শাপলা তুলতে, এ পাড়ায় ও পাড়ায় তাদের বিচরণ। এমনি একদিন শাপলা তুলতে গিয়ে মন্তু খেয়াল করলো টুনির চোখ, হাত- পা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, রোগার মত চেয়ে আছে!
মন্তু এগিয়ে টুনিকে বলল ” তোমার কি হইসে, টুনি? এমন লাগতাসে কেন?”
টুনি বলল ” ও কিছুনা, মন্তু মিয়া। আমার মুখে দেখো কেমন ঘা হইসে, খাইতে ভাল্লাগেনা, বুক ধড়ফড় করে, মাথা ঘোরায়, হাত পা ও কেমন অবশ লাগে” মন্তু শুনে বললো ” তাও কইতাসো, ও কিছুনা?” ভাবসাব ভাল ঠেকতাসেনা আমার, আমার নৌকায় কইরা তোমারে ডাক্তার আপার কাছে নিয়া যামু”।
পরদিন ভোরবেলা শুকনো মুড়ি আর গুড় খেয়ে মন্তু টুনিকে নিয়ে রওনা দিল ডাক্তার আপার কাছে, নদী পার হলেই হাসপাতালে ডাক্তার আপাকে পাওয়া যাবে। পৌঁছাতে বেশ বেলা হয়ে গেল, মন্তু একটু চিন্তিত হয়ে ডাক্তার আপার রুমে ঢুকল টুনিকে নিয়ে, টুনির থেকে সবকিছু শুনে ডাক্তার আপা বলল টুনির “Anemia” হয়েছে!
মন্তু : কি কইলেন আপা? এনিমিয়া? সে আবার কি
ডাক্তার আপা : মন্তু, আমাদের রক্তের একটি বিশেষ উপাদান হলো লোহিত রক্তকণিকা বা RBC । লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন (HB)নামে একটি বিশেষ ধরনের রঞ্জক পদার্থ থাকে, যা ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে শরীরের সব কোষকে উজ্জীবিত রাখে এবং প্রতিটি কোষের বিষাক্ত বর্জ্য পদার্থ, কার্বন ডাই-অক্সাইড ফুসফুসের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। এই হিমোগ্লোবিন বয়স ও লিঙ্গভেদে যখন স্বাভাবিক মাত্রার নিচে নেমে যায় তখন তাকে Anemia বা রক্তস্বল্পতা বলে।
মন্তু : তাইলে টুনি যেসব বলসে সেই গুলোই হবে এই Anemia হলে
ডাক্তার আপা : হ্যা, এগুলো ছাড়াও আরও কিছু লক্ষণ রয়েছে মন্তু মিয়া, বলি শোনো-

Extreme fatigue মানে কিছু না করেও শরীর অনেক কাহিল লাগবে।
Weakness মানে দুর্বল হয়ে যাবে, কোন কিছুতে বল পাবেনা।
Pale skin মানে টুনির চেহারা যেমন হয়েছে না? ওমন ফ্যাকাসে হয়ে যাবে।
Anorexia, vomiting মানে খেতে ইচ্ছা হবেনা, বমি হবে।
Chest pain, fast heartbeat মানে বুকে ব্যথা হবে, বুক ধড়ফড় করবে।
Headache, dizziness মানে মাথা ব্যথা হবে, মাথা ঘুরাবে।
Cold hands & feet মানে হাত, পা ঠান্ডা থাকবে প্রায় সময়।
Inflammation or soreness of tongue মানে মুখে ঘা হবে টুনির যেমন হয়েছে।
Brittle nails মানে নখে যদি চাপ দাও, দেখবে সহজেই ভেঙে যাচ্ছে।
মন্তু : এইডা কি আমাদের দেশেই হয় খালি? আর দেশে হয়না
ডাক্তার আপা : শুধু আমাদের দেশে হয় এমন না, অন্যান্য দেশেও হয় তবে আমাদের দেশে বেশি হয় তার কিছু কারণ আছে, বলছি-
Hookworm infestation মানে পেটে যদি কৃমি হয়।
Frequent pregnancy মানে ঘনঘন যদি গর্ভবতী হয়।
Excess menstrual bleeding বা ঋতুস্রাবে যদি অতিরিক্ত রক্তপাত হয়।
Hemorrhoids এর সমস্যা থাকলে।
দীর্ঘদিন ধরে bleeding peptic Ulcer থাকলে ধীরে ধীরে রক্তক্ষরণ হয়ে anemia হতে পারে।
Nutritional deficiency মানে অপুষ্টির স্বীকার হলে।
Inadequate or poor diet মানে কম বা অপর্যাপ্ত খাওয়াদাওয়া করলে।
Ignorance & low economic status মানে অনেকেই গুরুত্ব দেয়না, আবার অনেকের সচ্ছলতা নাই।
মন্তু : আচ্ছা আপা, টুনির চোখ উল্টায়া, মুখ হা করায়, হাত পা এদিক ওদিক কইরা তাইলে কি দেখলেন
ডাক্তার আপা : হাহাহা, আমি Anemia ই দেখলাম মন্তু, টুনির বলা লক্ষণের পাশাপাশি আমি পরিক্ষা করে দেখলাম এনিমিয়া হয়েছে কিনা, যেমন আমি
Lower palpebral conjunctiva
Dorsal surface of tongue & mucus membrane of the mouth
Palm of the hands বা হাতের তালু
Nail beds
Sole of the foot বা পায়ের তলা
Skin of the whole body বা পুরো গায়ের চামড়া দেখে পরীক্ষা করে দেখলাম এগুলো pale বা বর্ণহীন হয়েছে কিনা।
মন্তু : আপা একটা প্রশ্ন! আমাদের শরীরে অন্যান্য যে রোগবালাই হয়, তাতে রক্ত কমে যায়না
ডাক্তার আপা : ভালো প্রশ্ন করেছো মন্তু, আমাদের শরীরের কিছু systemic disease এর ক্ষেত্রে রক্তসল্পতা বা Anemia হয়। সেগুলো হলো-
Rheumatoid arthritis
SLE ( Systemic lupus erythematosus)
Malaria
Kala-azar
Renal failure
Liver failure
(চলবে…)
Jinat Afroz Kiron ( PMC, 2016-17)
Abhishek Karmaker Joy (SSMC, 2016-17)
Pingback: হাজার বছরের সেই পুরোনো এনিমিয়া- পর্ব- ২: Classification – Platform | CME