শাহিন ও মাহিন আজকে আবারো পড়তে বসলো। আজকে তারা ঠিক করলো Demography নিয়ে পড়বে।
মাহিন, “আমি demography এর definition দিয়ে শুরু করি😛। Demography is the scientific study of human population, which mainly concentrates on (জনসংখ্যার একটা scientific study যেখানে)-
- Changes in population size (জনসংখ্যার বাড়ছে না কমছে)
- The composition of the population (জনসংখ্যার মধ্যে বয়স-লিঙ্গ)
- The distribution of population in space (গ্রামে-শহরে জনসংখ্যার পরিমাণ ইত্যাদি দেখা হয়)”
শাহিন, “তাহলে আমি এবার demographic process গুলা বলি😍
🔎Fertility➖এটা বাড়লে population বাড়বে
🔎Mortality➖এটা বাড়লে population কমবে
আর এটা কমলে population বাড়বে
🔎Marriage➖Early marriage- Population বাড়ে
Late marriage- Population কমবে
🔎Migration➖Immigration (বিদেশ থেকে বাংলাদেশে মানুষ আসে) – Population বাড়ে
Emigration (বাংলাদেশ থেকে বিদেশে মানুষ যায়)- Population কমে
🔎Social mobility➖
📍Changes in social status
📍Upgrade
📍Degrade”
মাহিন, “এবার আমি আমি…🤓 demographic cycle ব্যাখা করব🥴।
🏸1st stage (High stationary): এখানে birth rate and death rate বেশি হলেও, সমপরিমাণে বেশি থাকে। এজন্য জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না। Ex- India was in this stage in 1920.
🏸2nd stage (Early expanding): এখানে death rate কমতে শুরু করে, তবে birth rate এর কোনো পরিবর্তন হয় না, ফলে জনসংখ্যা বেড়ে যায়। Ex- South Africa and Asia এর কিছু দেশ।
🏸3rd stage (Late expanding): এখানে death rate আরও কমে, তবে birth rate ও এখন কমতে শুরু করে, কিন্তু জনসংখ্যা এখনও কিছুটা বাড়তে থাকে, যেহেতু জন্মের হার থেকে মৃত্যুর হার বেশি কমে। Ex- Bangladesh, India, China, Singapore.
🏸4th stage (Low stationary): এখানে জন্ম ও মৃত্যুর হার সমানুপাতিক হারে কমে এজন্য জনসংখ্যা সমান হয়। Ex- UK, Denmark, Sweden, Belgium.
🏸5th stage (Declining): এ মৃত্যুর হার থেকে জন্মের হার বেশি কমে, এজন্য জনসংখ্যার হার এই স্টেজে কমে যায়। Ex- Germany, Hungary.”
শাহিন, “আরেকটি কথা বলি, বাংলাদেশ 3rd stage এ কেননা, এখানে জন্মের হার থেকে মৃত্যুর হার বেশি কম। এজন্য জনসংখ্যা বাড়ছে।”
মাহিন, “এখন আমি বলি…..”
শাহিন, “থাম, আজকে আর পড়বো না।”
মাহিন, “কি বলিস এত অল্প পড়বো নাকি!”
শাহিন, “মাফ কইরা দেন ভাই।”
মাহিন, “হা হা, ঠিকাছে। কি জানি কইতেছিলাম ভাই।”
Tahsin Labiba Tanha
Popular Medical College
2017-2018