আমাদের nervous system এর স্ট্রাকচার যদিও খুব কম্পলিকেটেড, এর ফাংশনগুলো খুব নরমাল৷ একটু চিন্তা করেন, আপনিও পেয়ে যাবেন।
খুব তাড়াতাড়ি বলতে গেলে স্ট্রাকচারগুলো কে ভাগ করলে আমরা দুই থেকে তিনটা জিনিস পাবো, Meninges আর Brain parenchyma। এর অধীনে বিভিন্ন কম্পলিকেটেড স্ট্রাকচার রয়েছে আর ফাংশন রয়েছে।
সাউথ এশিয়ার বিভিন্ন এলাকায়, বিশেষ করে আমাদের দেশে দেখবেন যে ভুত, প্রেত বা অশরীরী আত্মা ভর করেছে মানুষের উপর। আসলে এগুলা কিছুই না, infection / inflammation এর জন্য focal neurological deficit হয় আর যার কারণে conscious লেভেল ঠিক থাকে না, তাই সে যা ইচ্ছা তাই বলতে থাকে।
আসুন এই ভুতে ধরা রোগগুলার classification জেনে নেই।
Bacterial infection :
- Meningitis
- Cerebral abscess
- Tuberculosis
- Subdural / extradural empyema
- Guillain barre syndrome
- Hansen’s disease ( Leprosy)
- Neurosyphilis.
Viral infection:
- Meningitis
2.Encephalitis - Acute Transverse Myelitis
- Poliomyelitis
- Rabies.
- Subacute sclerosing panencephalitis
- Guillain barre syndrome.
Prion disease:
- Kuru
2.Creutzfeldt-Jacob disease
Fungal infection:
- Cryptococcal meningitis
- Candida meningitis
Protozoal infection:
- Cerebral malaria
- Toxoplasmosis
- Trypanosomiasis ( chagas disease)
Helminthic infection:
- Cysticercosis
- Hydatid disease.
- Amoeba infection.
এছাড়া একজন patient যখন immunosuppressant হয়ে যায়, তখন সে রিস্কে থাকে infected হওয়ার । যেমন- যারা Alcohol consumption করে, অনেকদিন ধরে steroid ব্যবহার করে, Anti cancer treatment নিয়ে থাকে বা HIV দ্বারা AIDS ডেভেলপ করে, তাদের Rhombencephalitis ( Brainstem encephalitis) হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়৷
নিউরোলজি এর বেশিরভাগ রোগী পাওয়া যায় বিভিন্ন রেলস্টেশনে, এসব রোগীর মাঝে বেশিরভাগই থাকে Chorea, Hemiplegia, Paraplegia, Quadriplegia, Segmental lesion ইত্যাদি ।
MD. Mehedi Hasan
Fifth year medical student
Kyamch, Sirajgonj
প্ল্যাটফর্ম একাডেমিয়া / তনিমা আজাদ