Complement এর প্রয়োজনীয়তা কি?
Ability of these proteins to complement or augment the effects of other component of immune system such as antibody. সোজা বাংলায়, এটি Immunity তে অংশগ্রহণকারী অন্যান্য উপাদানের কার্যকারিতা বৃদ্ধি করবে ও কোন অসম্পূর্নতা থাকলে তা পূর্ণ করে জীবাণু ধ্বংস করবে নিম্নোক্ত উপায়ে –
1) Cell Lysis, Cytotoxicity
2) Generation Of Mediators Such As Chemoattractant For Neutrophils
3) Optimization
“C” Component Of Complement Tricky Concept –
C1 = No a & b Fragment তবে C1qrs unit গুলো Ca ion এর সাথে থাকে এবং এর মধ্যে C1q Direct IgG or IgM এর সাথে যুক্ত হতে পারে।
C2 থেকে C5 = a & b Fragments আছে। এই Fragment গুলো Protease Enzyme প্রত্যেকটি Component Activate (C2, C3, C4, C5) হওয়ার সময় Cleaved / Split Off করে C2a & C2b, C3a & C3b, C4a & C4b, C5a & C5b এর সৃষ্টি করে।
C6 থেকে C9 = কোন Fragment নেই।
Sequential Activation Of Complement Components Occurs Via One Of Three Pathway. Explanation –
1) Classic Pathway –
Activators : Immune (Ag-Ab) Complex & Then Sequentially Activation Of C1 – C4b – C2b – C3b – C5b – C6 – C7 – C8 – C9 ( By Product – C2a, C4a, C3a, C5a)
Immunological Function : Tricks ( এই Function গুলো নিম্নোক্ত বাকি ২ টি Pathway – Lectin & Alternative Pathway এর জন্যে একই অর্থাৎ প্রত্যেকটি Pathway এর Activators & Initiation Different তবে, C3b Central Molecule হওয়ায় এটি প্রত্যেকটি পাথওয়ের Ultimate Goal এবং MAC প্রত্যেকটি পাথওয়ের Ultimate Termination )
1) C3b = Opsonin
2) C3a, C4a, C5a = Anaphylatoxin
3) C5b to C9 = Membrane Attack Complex (MAC) – Cell Lysis
4) C5a = Chemo-attractant
5) C5b-7 = Chemo-attractant
2) Alternative Pathway –
Activators :
a)LPS For Gram Negative Bacteria
b)Teichoic Acid For Gram Positive Bacteria
c)Aggregated IgA
d)Cobra Venom
e)Virus Infected Cell etc.
So Non Specific Activators such as, Bacterial Endotoxin & Then Sequentially Activation Of C3 (H2O) – Factor B – Factor D – C3bBb – C3b – Next Same As Classic Pathway
3) Lectin Pathway –
Activators : Mannan Residues Of Microbial Surface Then Sequentially Activation Of MBL – C4b – C2b – C3b – Next Same As Classic Pathway
Interpretation Among One Of Three Pathway –
প্রত্যেক Pathway এর শুরুটা ভিন্ন তবে শেষটা অভিন্ন এবং প্রধান ফাংশন গুলো একই। তবে সিকুয়েন্স মনে রাখতেই হবে যে কোনটির পর কোনটি আসে। প্রত্যেকটি Pathway তেই কিছু ভিন্ন বাই প্রোডাক্ট তৈরি হলেও Classic Pathway এর সাথে অভিন্ন বাই প্রোডাক্টগুলোর ফাংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর মাঝে কিছু এনজাইমের ক্রিয়া রয়েছে সেগুলোর যতটুকু প্রয়োজন মনে করেছিলাম তা পার্ট -২ অর্থাৎ ক্লিনিক্যাল পার্ট এ সংযুক্ত করে দেওয়া হয়েছে। যেহেতু জানার ও লেখনীর কোন সীমা নেই তাই জানতে হলে আরও জানা যাবেই।
সিকুয়েন্স ট্রিকস –
Classic: C1 – C4 – C2 – C3 – (1, 2, 3, 4 শেষ তাইলে এবার 5 থেকে 9)
Alternative: Endotoxin – C3 (H2O) – CFB – CFD – C3 -Same
Lectin: Mannan Residue – MBL – C4 – C2 – C3 – Same
Complement এর Immunity Arm কয়টা? এটি প্রকৃতপক্ষে Innate or Acquired কোন Immunity তে Participate করে?
It Has Both Innate & Acquired Arm. Why?
যদি উপরিউক্ত পাথওয়ে গুলো নিবিড়ভাবে লক্ষ্য করা হয় দেখা যাবে যে, Classic Pathway তে Antigen এর Against এ Antibody লাগে কেননা Ag – Ab Complex ছাড়া C1 Activate & Connected হবে না। তাই এটি Acquired Arm। অন্যদিকে বাকি দুটি পাথওয়ে তে Ab Independent ভাবেই Complement Activation হচ্ছে তাই এটি Innate Arm। অতএব, Alternative & Lectin Pathway Innate Immunity দেয় তাই এটি গুরুত্বপূর্ণ কেননা আমাদের শরীরে জীবাণু ঢুকলেই এরা সর্বপ্রথম আক্রমণ শুরু করে। পরবর্তীতে Antibody তৈরি হলে Classic Pathway Activate হয়৷
Classical Pathway তে IgM – Ag Complex More Efficient Than IgG – Ag Complex. Why?
IgM is pentameric. As C1q required at least two heavy chain of Fc portion. So single IgM has five heavy chains. On the other hand, IgG is monomeric & It has one heavy chain. So for fulfilling heavy chain requirement of C1q, must need at least two IgG that binds to activate Classical Pathway .
Abdullah Al Umayer
Dhaka Central International Medical College
Session: 2015-16
Platform Academic/ Faisal Arefin
Pingback: Clinical Aspects of Complementy System(Part-2)|Medi-key Concepts| – Platform | CME