ডাক্তার সাহেব আমার ২০ বছরের ছেলে গত ১ সপ্তাহ যাবৎ জ্বর, মাঝে মধ্যে বমি আসে, সাথে মাথাও ঘুরায়।
জ্বর এর সময় ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়।
প্রথম দিকে একটু কম মনে হলেও মাঝখানে ২ দিন তীব্র মাত্রার জ্বর উঠেছিল, সাথে গাঁ কাপুনিও দেয়।
Paracetamol খেয়ে এতদিন কোনো রকম একটু ঠিক ছিল।
কিন্তু আজ সকাল থেকে দেখি আবোল তাবোল বকতেসে, খালি ঘেমে যাচ্ছে, খাবারের জন্য ছটফট করতেসে,সাথে বুক ধড়ফর।
তাই আপনার কাছে নিয়ে এলাম।
ডাক্তার ঝটপট Glucometer টা নিয়ে Glucose check করে দেখলেন 2.2 mmol/L।
সব শোনার পর ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন রোগী কী কোথাও ঘুরতে গেসিলো এসব ঘটনার আগে? রোগীর স্বজন বললেন, জ্বি স্যার, দূরে এক বন্ধুর বাড়িতে দুইদিনের জন্য বেড়াতে গেসিলো গত ১৫-১৬ দিন আগে।
ডাক্তার Spot diagnosis লিখে দিলেন,
Hypoglycemic episode probably due to Malaria। এবার Glucose saline চালু করে দিয়ে রোগীর Malaria পরীক্ষা করতে পাঠালেন।
ডাক্তার সাহেবের ধারণা সঠিক হল,
রোগীর Malaria রিপোর্ট আসল Positive।
Dr.Miskatul I Tanvir
Chittagong Medical College
Session: 2014-15
Platform Academic/ Gazi Abdullah Al Mamun