Blog

Disease series 5: মেয়েদের Hemochromatosis কম হয় কেন?


আপনি কি জানেন, Reproductive Age এ থাকা একজন মেয়ের Haemochromatosis হবার chance কিছুটা কম! এর পিছনে একটি কারণ আছে।

মোটা দাগে Haemochromatosis মানে আমাদের শরীরে Iron overload হওয়া। এই অতিরিক্ত iron শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে জমে এবং গিট্টু লাগায়। যেমন: 

★ Heart: Cardiomyopathy (Mainly Dilated Cardiomyopathy)

★ Liver: CLD (Chronic Liver Disease), Cirrhosis.

★Pancreas: Diabetes.

★Skin: Bronze Pigmentation.

★Joint: Arthralgia/ Arthritis. Particularly in the hands including 2nd and 3rd metacarpo-phalangeal joints.

মজার ব্যাপার হচ্ছে- একটা মেয়ের সব সময়ই Iron deficiency হবার chance বেশি থাকে, কারণ প্রতিমাসেই তার Menstruation হচ্ছে, মানে রক্ত loss বেশি হচ্ছে। আর রক্ত বেশি loss হলে আমাদের Bone marrow বেশি বেশি রক্ত Production করার চেষ্টা করবে। আর আমরা সবাই জানি Haematopoiesis করতে Iron লাগে। 

সুতরাং, মেয়েদের ক্ষেত্রে Iron overload/ Hemochromatosis এর chance কম, কিন্তু Iron Deficiency Anaemia হবার chance অনেক বেশি।

Dr. Sumon

2009-2010

Ibn Sina Medical College

Platform academic / Ariful Islam Neloy

Leave a Reply