ঠাকুমার ঝুলি এবার খুলবে,
শোন শোন ঠাকুমা গল্প বলবে।
রিন্তি আর বিন্তি আজ খুব দ্রুত পা চালাচ্ছে। কারণ আজ তাদের ঠাকুমা খুবই মজার একটা গল্প তাদের শোনাবে। প্রতিদিন বিকালেই তাদের এই গল্পের আসর জমে উঠে আর পাড়ার যত ছোট ছেলেমেয়ে আছে তারা সবাই ঠাকুমার গল্প শুনবে বলে সব কাজ ফেলে রেখে দৌড়ে চলে আসে ঠাকুমার গল্পের আসরে। আর সেই সাথে জমে ঊঠে ঠাকুমার গল্প- হাসির গল্প, রোমহর্ষক গল্প, ভূত-পেত্নীর গল্প, শাকচূন্নীর গল্প, রাজাবাদশা, আমির-ফকির সহ কত রকমের গল্প যে আছে ঠাকুমার ঝুলিতে তা কেবল ঠাকুমাই জানেন। যেতে যেতে রিন্তির মনে পড়ে যায় একদিন তো শাকচূন্নীর গল্প শুনতে শুনতে ভয়ে সে কাপড় ই নষ্ট করে ফেলেছিল🙈🙈। সে কি এক কান্ড!
রিন্তি : ঠাকুমা আজ কিসের গল্প বলবে?
ঠাকুমা : আজকে এক রাজা এবং তার রাজ্যের গল্প বলব। তাহলে শুরু করা যাক….
বহু বছর আগে সবুজে শ্যামলে ভরপুর এক রাজ্য (body) ছিল।আর সেই রাজ্যের রাজা ছিল খুবই শক্তিশালী ।নাম তার Immunity system। আর সেই রাজ্যের সুরক্ষার জন্য রাজা তার রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক সৈন্য মোতায়েন করেছিল। রাজ্যের সীমান্ত এলাকায় রাজা এক বিশেষ ধরণের প্রহরী মোতায়েন করেছিল। আজকে আমরা সেই সব প্রহরীদের সম্পর্কে জানব। আমাদের body এর সীমান্তবর্তী এই সব প্রহরী হচ্ছে barrier। এই barrier বহিরাগত শত্রুদের বিরুদ্ধে first line of defense প্রদান করে।
🔴 ৩ ধরণের barrier আছে আমাদের body তে।
1. Mechanical barrier.
2. Chemical barrier.
3. Biological barrier.
আমরা তো আগেই জানি যে আমাদের body তে দুই ধরণের immunity আছে – Innate and acquird immunity. Barrier হচ্ছে innate immunity এর একটা হাতিয়ার।এই হাতিয়ার দিয়ে সে body কে রক্ষা করে foreign substance থেকে।
👌Mechanical barrier হিসেবে কি কি আছে আমাদের body তে?
👉 1. Epidermis of skin ( যেটা covered থাকে a layer of keratinized squamous cells দ্বারা )
2. Mucus membrane of respiratory tract, gastrointestinal and genitourinary tract.( এই mucus membrane গুলো coated থাকে Mucins দ্বারা। এই mucin হচ্ছে sticky mixture of glycoproteins and produced by secretory epithelial of respiratory, gastrointestinal, and genitourinary tract.)
3. Ciliated cells of respiratory tract, gastrointestinal tract.
4. Continuous flow of urine from kidney through the bladder and urethra ensure that microbes can not attach and invade these site.
👌 এবারে চলো জানি Chemical barrier কি কি আছে আমাদের body তে?
👉1. Hydrochloric acid that kills bacteria.
2. Lysozyme of saliva and tears ( lysozyme bacterial cell wall এ hole formation করে এবং peptidoglycan molecule কে breakdawn করে)
3. Antimicrobial peptides such as defensins .(দুই ধরণের defensins আছে- 1. Alpha-defensins have antiviral activity and 2. Beta-defensins have anti bacterial activity.)
4. Surfactants of lung alveoli.
👌দুইটা barrier সম্পর্কে তো জানলাম। এবার তাহলে biological barrier সম্পর্কে চল জেনে আসি..
👉 আমাদের body এর epithelial surface গুলোতে বিভিন্ন রকমের harmless commensal microorganisms থাকে।এগুলোই biological barrier হিসেবে কাজ করে। Antibiotic therapy তে এইসব commensal organism গুলো মারা যায়। ফলে আমাদের normal microbial ecology টা নষ্ট হয়ে যায়। যার কারণে নানা ধরণের infectious diseases হতে পারে। যেমন- Seborrheic dermatitis and Inflammatory bowel disease.
আজকের গল্প তাহলে এইখানেই শেষ করি না কি বলিস।
সবাই একত্রে- জি ঠাকুমা, আজ এই পর্যন্তই থাক।
Tamanna Sultana
President Abdul Hamid Medical Collage
Session : 2016-17
Academic division, Platform.
🔴 Referance : Lange review of Medical Microbiology and Immunology 🔴