Blog

Let’s Know About Tinea pedis

Tinea pedis

পায়ের মধ্যে যদি fungal infection হয়, তাকে Tinea pedis বলে, Tinea pedis মূলত Trichophyton Rubrum নামক এক প্রকার fungus দিয়ে হয়ে থাকে,
Trichophyton মূলত পরিবেশে মাটিতে থাকে এবং আক্রান্ত host-এ থাকে, মাটি থেকে এইটা পায়ে এসে পা কে আক্রান্ত করে। খালি পায়ে যারা হাঁটে, তাদের আক্রান্ত হবার সম্ভাবনা অনেক বেশি।

পায়ের কোথায় বেশি হয়?

পায়ের আঙ্গুলের ফাঁকে বেশি হয়, বৃদ্ধাঙ্গুলীর ফাঁকে, পায়ের তালুতে এবং পায়ের অন্যান্য আঙ্গুলের উপরিভাগে,
ফাঁকে বেশি হয়। আর্দ্র পরিবেশে ঝুঁকি বেড়ে যায়,
নখের মধ্যেও হয়।

উপসর্গ:


আঙ্গুলের ফাঁকে লাল হয়ে ক্ষত হয় যায়, প্রচুর চুলকাতে ইচ্ছা হয়, অনেক বেড়ে গেলে ব্যাথা হয়, আঙ্গুলের উপরিভাগে হলে তা মোটা হয় যায়, scaly lesion দেখা যায়।
শরীরের অন্যান্য জায়গায় ring worm infection হলে যেমন
গোলাকার lesion হয়, Tinea pedis-এর ক্ষেত্রে সেইরকম হয়না, চুলকাতে চুলকাতে লাল হয়ে পানি বের হয়ে যেতে পারে এবং চিকিৎসা না করালে Secondary infection ডেভেলপ করে। Eczema-এর সাথে কনফিউজড হওয়া যাবেনা,Eczema অধিকাংশ সময় দুই পায়েই হয়ে থাকে।
Fungal infection একটু ব্যতিক্রম। আবার অনেকের ক্ষেত্রে জুতা দিয়ে contact dermatitis হবার পরে সেইখানে fungal infection হয়।
আঙ্গুলের ফাঁকে হলে তাকে Inter digital tinea pedis বলে।

Tinea pedis lesion

প্রতিরোধ :


পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, খালি পায়ে না হাঁটা,
একবার Tinea pedis হলে দ্রুত চিকিৎসা নেওয়া।

চিকিৎসা: Topical antifungal cream

Mild case-এ tropical
এবং Severe case-এ oral দিয়ে থাকি।রোগীর অবস্থা এর উপর চিকিৎসার সময়কাল নির্ভর করে।

ইসমাইল আযহারি
DCMC
Session: 2013-14

Platform academic/ Nahin Akter Riya

Leave a Reply