একজন মা যখন গর্ভবতী হন তখন তিনি তার সন্তানের কথায়ই বেশি চিন্তা করেন, নিজের কথা ভুলেই যান, সংসারের সবকাজ+ অফিস এমনকি বাহিরের অনেক কাজেই তাকে সংযুক্ত থাকতে হয়।
২য় ও ৩য় Trimester-এ অনেকসময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। কিছু সমস্যা আছে যেগুলি নিয়ে বসে থাকা যাবে না, অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। নয়তো এই সমস্যাগুলি মা ও শিশু উভয়ের জন্য ক্ষতিকর হতে পারে। কিছু লক্ষন আছে যা দেখা দিলে বুঝতে হবে গর্ভের শিশুর অবস্থা ভালো না বা খারাপের দিকে যাচ্ছে যাকে বলে “Fetal Distress”।
আজকের পোস্টে এই Fetal distress এর লক্ষনগুলি সম্পর্কে আলোচনা করলাম।
কখন বুঝবো যে বাচ্চার অবস্থা খারাপের দিকে যাচ্ছে/ অবস্থা খারাপ (Fetal Distress)
⚫ লক্ষন (Sign/ Symptoms)
আমরা যারা Obstetrics-এর কেস মানে গর্ভবতী মায়েদের চেকআপ করি তারা অবশ্যই জানি যে Fetal distress কি। আর এই জানা যে শুধুমাত্র আমাদের মধ্যে থাকবে তা কিন্তু নয়।
একজন গর্ভবতী মাকে যেমন পুরো ৯ মাস কি কি করতে হবে, কি কি মানা, কিভাবে চলতে হবে, কোন কোন সময় চেকআপে আসতে হবে, কি কি করলে মা-শিশু উভয়ই ভালো থাকবেন – এগুলো যেমন জানতে হবে, ঠিক তেমনই গর্ভের শিশুর অবস্থা খারাপ অথবা খারাপের দিকে যাচ্ছে, কি কি লক্ষন দেখে বুঝতে পারবে তাও মাকে জানতে হবে।
আর এই লক্ষনগুলো কি কি তা আমাদের কেই কাউন্সিলিং করতে হবে।
কিছু লক্ষন আছে যা থেকে বুঝা যাবে যে শিশু সুস্থ নাই/ খারাপ অবস্থায় আছে, যা শিশুর জীবনের জন্য কখনো ঝুঁকিপুর্ন হয়ে উঠতে পারে।
১. গর্ভে শিশুর নড়াচড়া/ Fetal movement কম হওয়া
২. স্টেথোস্কোপে শিশুর Heartbeat কম/ বেশি পাওয়া
৩. Amniotic fluid -এর অস্বাভাবিকতা (Oligohydramnios/ Polyhydramnios)
৪. পেট শক্ত হয়ে যাওয়া/ অস্বাভাবিক Contraction
৫. Vaginal Bleeding
৬. পেটে Cramping/ কামড় দিয়ে ব্যথা করা
৭. Licking membrane হলে fluid-এর সাথে Meconium আসা
৮. মায়ের উচ্চরক্তচাপ/ Blood pressure (বৃদ্ধি পাওয়া)
৯. মায়ের অতিরিক্ত কম ওজন বৃদ্ধি অথবা অস্বাভাবিক ওজন বৃদ্ধি
১০. Biophysical profile করলে সমস্যা পাওয়া/ অস্বাভাবিক ফলাফল।
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
Dr. Tania Hafiz
2003-2004
Z.H Sikder Women’s Medical College and Hospital
Working Place:
Caritas Thikana Prokolpo
Arambug, Rupnagar, Mirpur, Dhaka