Blog

মাতৃদুগ্ধ কথন👩‍👦

আরাফ-নিশু দম্পতির ছোট সংসারে নব্য সদস্যের আগমনে সকলে খুশিতে আত্মহারা। কয়েকদিন যাবৎ আদরের সন্তান পর্যাপ্ত পরিমাণে মাতৃদুগ্ধ পাচ্ছে না দেখে নিশু বেশ চিন্তিত ছিল।

এমতাবস্থায় নিশুর ঘনিষ্ঠ বান্ধবী ডাক্তার তাশফী এসে হাজির, আর তাকে পেয়ে জ্ঞানপিপাসু নিশুর যেন প্রশ্নের শেষ নেই!

নিশু:
মায়ের শরীরে Milk Production এ সাহায্যকারী হরমোন কোনটা?

তাশফী:
Prolactin, যার নামের মধ্যেই কর্ম প্রকাশ পায়।

নিশু:
কীভাবে?

তাশফী:
শব্দটি মূলত Pro+Lactin এর সমন্বয়ে ঘটিত। যেখানে Pro = Promote & Lactin = Lactation কে ইঙ্গিত করে। অর্থাৎ Prolactin = Promote Lactation।

নিশু:
দারুণ তো! আমাকে এইটা সম্পর্কে আরও বিস্তারিত জানাবি?

তাশফী:
অবশ্যই! আমাদের মস্তিষ্কের Anterior Pituitary Gland এ কিছু Lactotropic Cell থাকে, যার কাজ হচ্ছে মূলত Prolactin তৈরী করা।

নিশু:
Prolactin তৈরী কোনভাবে বাধাগ্রস্ত হতে পারে?

তাশফী:
হ্যা, Prolactin release নিয়ন্ত্রণ করে Dopamine & TRH (Thyrotropin Releasing Hormone) নামক দুইটি Hypothalamic Hormone।
যার মধ্যে Dopamine এর কাজ হচ্ছে Prolactin তৈরিতে Inhibit করা, আর TRH Stimulate করে।
অর্থাৎ,
⬆️ Dopamine 🔜 ⬇️ Prolactin 🔜 ⬇️ Milk Production .
অপরদিকে,
⬆️ TRH 🔜 ⬆️ Prolactin 🔜 ⬆️ Milk Production

নিশু:
কোন Drug কী স্বাভাবিক Milk Production এ বাধা দেয়?

তাশফী:
Dopaminergic Drug বাধা দেয়, তাই Lactating Mother দের ঔষধ সেবনে সতর্কতা অবলম্বন করতে হয়।

Anti-perkinsonism Drug শরীরে Dopamine বাড়িয়ে দিয়ে Milk Production কমিয়ে দেয়।

এছাড়াও Anti-depressant Drug শরীরে Circulatory Dopamine বাড়িয়ে দেয়, যদিও SSRI(Selective Serotonin Reuptake Inhibitors) Drug সমূহ Milk Production এ তেমন সমস্যা করে না।

নিশু:
বাচ্চার জন্য Milk Production পর্যাপ্ত না হলে উপায় কি?

তাশফী:
Lactotropic Cell এ অবস্থিত Dopaminergic Receptor (D2 Receptor) কে Block করার জন্য D2 Receptor এর Antagonist Drug হিসেবে সাধারণত Domperidon TID dose এ তিন মাস সেবনের পরামর্শ দেয়া হয়।
যার ফলে Prolactin তৈরিতে Lactotropic Cell সমূহ Dopamine কর্তৃক Inhibited হয় না।

নিশু:
অনেক কিছুই জানতে পারলাম, জাযা’কাল্লাহ খায়রান।

Ismail Azhari
DCMC: 13-14
প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন/এইচ এম সায়েমুল করিম

Leave a Reply