SINUS AND SINUSITIS –
আসুন সহজে বুঝে নিই।
মোঃ রিফাত, বয়স ২৫, তার কয়েক দিন (Common cold) সর্দি ছিলো, নাকে দিয়ে পানি (Rhinitis) পড়তো, ৭-১০ দিন পর তার পুরো মুখে (facial pain) ব্যাথা ব্যাথা অনুভব, তথা মুখ চাপ চাপ মনে হয়, নাক বন্ধ হয়ে (stuffy nose) আছে,
স্বাভাবিক নিশ্বাস নিতে মনে হয় নাকে কি যেনো আটকে আছে। আবার নাক দিয়ে পানিও পড়ে। গায়ে হালকা জ্বর ও আছে, আবার সাথে মাথা ব্যাথা। তিনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললেন, আপনার Sinusitis হয়েছে, একটা X-Ray করে আনুন। আসুন, Sinusitis সম্পর্কে জেনে
● SINUS –
কোনো হাঁড়ের ভিতরের যদি কোনো গহবর থাকে, তথা বায়পূর্ণ কোনো খালি জায়গা থাকে, তাকে sinus বলে, মূলত নাকের আসে পাশের হাঁড় সমূহের ভিতরে কিছু গহবর রয়েছে, যেই গহবর গুলি বাতাস দিয়ে পূর্ণ থাকে, এই গহবর গুলিকে sinus বলে। Sinus এর কাজ হচ্ছে মাথার ওজন কে হালকা করা। Sinus থাকার কারণে আমাদের মাথার ওজন আমাদের অনুভব হয়না।
নাকের আশেপাশে ৪ টা sinus রয়েছে, সবচেয়ে বড় হচ্ছে maxillary sinus। আরো রয়েছে sphenoid sinus, ethmoid sinus, frontal sinus। এই sinus সমূহ বায়ু দিয়ে পরিপূর্ণ থাকে। নাকের আশেপাশে থাকার কারণে এইগুলিকে paranasal sinus বলে।
● SINUSITIS –
যদি paranasal sinus সমূহের tissue সমূহে কোনো inflammation হয়, তবে এইটাকে sinusitis বলে। সুস্থ paranasal sinus সমূহ বায়ু দ্বারা পূর্ণ থাকে, আর এই sinus সমূহ যখন fluid দিয়ে block হয় যায়, তখন সেখানে inflammation হয় এবং micro organisms breed করে, এই অবস্থাকে sinusitis বলে।
● CAUSES OF SINUSITIS –
- Allergic Rhinitis: নাকের mucous membrane এর inflammation এবং ফুলে যাওয়াকে rhinitis বলে, এতে করে নাক ভারি হয়ে আসতে পারে, আবার nasal secretion হতে পারে, allergen দিয়ে হলে allergic rhinitis বলে, virus, bacteria দিয়েও হতে পারে।
যখন rhinitis হয়, তখন নাক বন্ধ হয়ে থাকে, তথা নাকের ভিতরের vein, নাকের mucous membrane, সব ফুলে গিয়ে nasal cavity এর অভ্যন্তরে blockage তৈরি হয়, এবং পর্যায়ক্রমে sinus এর অভ্যান্তরেও blockage তৈরি হতে পারে।
এতে করে inflammation হয় এবং sinusitis হয়।
- Common cold
- Nasal Polyp এর কারণেও sinusitis হতে পারে
- DNS (Deviated nasal septum) এর কারণেও হতে পারে।
● WHO ARE COMMONLY AFFECTED?
যাদের allergy রয়েছে, যাদের বেশি বেশি common cold হয়, তাদের হবার চান্স বেশি।
● SIGNS AND SYMPTOMS-
১। মাথা ব্যাথা, সামনের অংশে
২। মুখে ব্যাথা, মুখ ভার ভার অনুভব হওয়া
৩। নাক ভার হয়ে থাকা, কিংবা নাক দিয়ে পানি পড়া, অথবা নাক blockage মনে হওয়া।
৪। সর্দি, জ্বর, কাশি হওয়া।
৫। গাঢ়, হলদে রং এর nasal discharge
৬। ঘ্রাণ শক্তি হ্রাস পাওয়া
৭। নিঃশ্বাসের সময় ব্যতিক্রমী ঘ্রাণ পাওয়া (Bad breath)
● TYPES OF SINUSITIS –
1) Acute Sinusitis – symptoms ২-৪ সপ্তাহ থাকে
2) Subacute Sinusitis – symtoms ৪-১২ সপ্তাহ থাকে
3) Chronic Sinusitis – symptoms যদি ১২ সপ্তাহের অধিক থাকে।
● TREATMENT –
1) নাক ক্লিয়ার রাখার জন্য normal saline দিয়ে তরল রাখা।
2) গরম পানির বাষ্প নেওয়া।
3) Nasal decongestant ব্যবহার করা।
4) Antihistamine, Mucolyt syrup, Antibiotics, ইত্যাদি প্রয়োজন অনুসারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবে।
ইসমাইল আযহারি
DCMC:13-14
Platform Academic Division/ Tasnia Ahsan