Blog

Drugs Are Meant for Use, Not for Abuse

আগে মানুষ ভাতের অভাবে দূর্ভিক্ষে মারা যেত, আর আগামী দশ বছর পর মানুষ ঔষুধ থাকতেই ঔষুধ এর অভাবে মারা যাবে।

কারণ সঠিক Dose maintain না হওয়া এবং ভুল disease এ antibiotic অপব্যবহারে Resistance তৈরি হবে।

তখন গোয়াল ভরা গরু থাকবে,
গোলা ভরা ধান থাকবে,
তখন তুমি আর আমি থাকব না।
কোন ঔষুধই কাজ করবে না।

Antibiotics ও Corticosteriod জীবন রক্ষাকারী মেডিসিন। এইসব ঔষুধ দিয়ে রোগিকে সাময়িক সময়ের জন্য আরোগ্য দান করালে, সেটা আরোগ্য নয়। তখন মানুষ মারতে অস্ত্র আর গোলা বারুদ লাগবে না, এমনিতেই চিৎ কাত হয়ে মারা যাবে।

But why?

সহজ কথা, Corticosteriod abuse এর ফলে Adrenal gland এ insufficiency বা tumour দেখা দিবে। তখন আর life saving hormone দেহে উৎপ্নন হবে না। যেমন-
1) Glucocorticoid
2)Minarelocorticoid।

আর Antibiotic resistance সেটা তো বিশাল কাহিনী। বিনা কারণে Antibiotic ব্যবহারের ফলে দেহের good bacterium বা normal flora মারা যাবে।

তখন দেহের সকল রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে,
তখন সবাই বলবে পুষ্টিহীনতায় ভুগছে।
আসলে পুষ্টি থাকবে, কিন্তু তুমি আর আমি থাকব না।

এখন যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয়, তখন শিক্ষিত জাতি থাকবে কিন্তু মেরুদণ্ড থাকবে না। কারণ Back bone fracture হয়ে পড়ে থাকবে।

কথাটি বুঝলেন না তাইতো!

তখন বিশেষজ্ঞ চিকিৎসক বা Super specialized hospital থাকবে, কিন্তু তখন আমাকে আপনাকে বাঁচানো সম্ভব হবে না।
তখন সব বিজ্ঞ ডাক্তাররা অজ্ঞ হয়ে বসে থাকবেন।

No more today.
Please stop drug abuse.

ডা.মো.গোলাম মোস্তফা (লিখন)
জিংগাংসান ইউনিভার্সিটি (গণচীন)
সেশনঃ ২০০৯-১০

Platform Academic/
Rufaida Binte Reaz

Leave a Reply