Luci এবং David দুই Friend। সম্প্রতি তারা একই স্কুলে ভর্তি হয়েছে। Luci এর মা Australian। Alcohol যেন তার নিত্যদিনের খাবার। কিন্তু Luci দেখতে অার দশটা বাচ্চার মত না। তার চেহারাটা অন্য সবার থেকে কেমন যেন অালাদা। তার ঠোঁটের উপরের অংশটা সমান। চোখ দুটো খুব ছোট ছোট।
এছাড়া ইদানীং David খেয়াল করল Luci এর communication skill খুব খারাপ, এছাড়া সে কিছু মনে রাখতে পারে না। বিষয়টা লুসির মা ও বুঝতে পারল। David এর বাবা অনেক বড় ডাক্তার। একদিন Luci কে এবং তার মাকে David তার বাসায় নিয়ে গেল এবং তার বাবাকে সব খুলে বললো।
David এর বাবা Luci কে দেখেই বুঝে ফেললো কি হয়েছে Luci এর। তিনি বললেন Luci যে Diseases এ আক্রান্ত তা হল Fetal Alcohol Syndrome (FAS)।
Luci এর মা এর কারণ জানতে চাইলে তিনি বললেনঃ
Pregnancy এর সময় মূলত Fetus Umbilical cord দিয়ে Placenta এর সাথে যুক্ত থাকে এবং মায়ের দেহ থেকে Oxygen এবং Nutrients এই Umbilical cord দিয়ে Fetus এ যায়। কিন্তু মা যদি Alcohol সেবন করে বা কোন Toxic পদার্থ গ্রহন করে যা Acetaldehyde যুক্ত। তবে Alcohol থেকে আসা Ethanol & toxic agent থেকে আসা Acetaldehyde Umbilical cord দিয়ে Fetus এ যায়। এক্ষেত্রে Fetus এর লিভারে এসব পদার্থ ( Ethanol, Acetaldehyde) ভাঙার জন্য প্রয়োজনীয় এনজাইম থাকে না।এতে Ethanol, Acetaldehyde Fetus এর শরীরে জমতে থাকে।যা পরবর্তীতে Fetus এর:
- Cell Division এ ব্যাঘাত ঘটায়।
- Cell proliferation এ ব্যাঘাত ঘটায়।
- Cell Growth এ ব্যাঘাত ঘটায়।
- Cell Differentiation এ ব্যাঘাত ঘটায়।
- Cell migration এ ব্যাঘাত ঘটায়।
এর ফলে Fetus এর বিভিন্ন গুরুত্বপূর্ণ টিস্যু যেমনঃ Brain এর টিস্যু এর Development ব্যাহত হয়।
এছারা Fetus এর Brain এর বিভিন্ন অংশ Damage হয়ে যায়। যেমনঃ - Partial or Complete Corpus callosum damage (যা দুই Hemisphere এর মধ্যে link তৈরি করে) এর ফলে
A. Intellectual Disability ঘটে।
B. Seizure ঘটে। - Frontal Cortex and Hippocampus Damage এর ফলে –
A. Memory loss ঘটে।
B. Communication skill loss হয়। - Cerebellum Small হয়।এর ফলে, Cerebellar Hypoplasia ঘটে। এতে:
A. শরীরের movement এবং Balance ঠিক থাকে না। Luci এর মা এতক্ষনে এর কারণ বুঝতে পারলেন। এবার সে David বলল বাবা তুমি Luci কে দেখেই কিভাবে ওর Disease ধরে ফেললে কোন পরীক্ষা ছাড়াই?
David এর বাবা বললেন Fetal Alcohol Syndrome (FAS) Diagnosis এর তেমন কোন উপায় নেই। বাহ্যিক Characteristics দিয়েই একে শনাক্ত করতে হয়। যেমনঃ - Luci এর চোখ দুটো স্বাভাবিক এর তুলনায় ছোট ছোট। (Small palpebral fissure)
- ঠোঁট এবং নাকের মাঝের অংশ সমান (Smooth flat philtrum)
- Thin vermillion border.
এসব হয় মূলত Cell Division এ সমস্যার জন্য মানে এতে শরীরের বিভিন্ন অংশের Tissue এর Proper Growth হয় না।
এছাড়া- - Low hight.
- Low weight.
- Limb dislocation.
- Heart defect.
এসব ও দেখা যায়।
এবার Luci এর মা এর Treatment জানতে চাইল। তখন David এর বাবা বললেন দুঃখজনক হলেও সত্যি Fetal Alcohol Syndrome (FAS) এর কোন permanent treatment নেই। কারণ এতে Brain damage permanent।
তবে Luci কে বিভিন্ন শিক্ষামূলক এবং বিনোদন মূলক কাজের সাথে যুক্ত রাখতে হবে। এছাড়া Luci এর Friend’s দের এবং আপনার উচিত ওকে ভালভাবে দেখাশুনা করা এবং সর্বদা প্রফুল্লচিত্তে রাখা। এছাড়া কিছু Anti-Seizure medicine দেওয়া যেতে পারে। এতে Luci কিছুটা ঠিক হতে পারে।
এসব শুনে Luci এর মা বুঝল Alcohol সেবন তার জীবনে কতবড় সর্বনাশ করেছে। এরপর থেকে Luci এর মা অ্যালকোহল সেবন ত্যাগ করল।
Md Shawon Ahmed
2019-2020
Platform Academia/ Sushmita Akter