নিশো আর নিশি দু ভাই বোন। নিশি মেডিকেলের প্রথম বর্ষের ছাত্রী আর নিশো মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্র।
এক সন্ধ্যায় এক দৃষ্টিতে নিশি তাকিয়ে আছে জানালার দিকে। পাশ দিয়েই যাচ্ছিল বড় ভাই নিশো। এমনিতে হাসিখুশি মেয়েটাকে আজ কেমন জানি চুপচাপ মনে হচ্ছে।
চুপচাপ থাকার কারণ জানতে চাইলে নিশি উত্তরে বলে ক্লাসে খুব বকা খেয়েছে।
নিশো: কেন বকা খেয়েছিস???
নিশি: চিৎকার করে বলল আমার Abdomen প্রত্যেক টা টপিক কঠিন লাগে। আগের গুলো যা হোক কোনমতে ক্লিয়ার করেছি, কিন্তু Kidney তে এসে একেবারেই আটকে গেছি।
পারছি না আর।
নিশো বোনের অবস্থা টা বুঝতে পেরে বলল চল তোকে সহজে কিডনির সমস্যা সমাধান করে দেই।
নিশো: বলতো কিডনি কি আসলে কি ধরনের Organ???
নিশি: Excretory organ ভাইয়া।
নিশো: আচ্ছা বলতো Human body তে আর কি কি Excretory organ আছে। পারবি???
নিশি: হ্যা, Liver আর Intestine.
নিশো: এদের মধ্যে Main কোনটা ???
নিশি: Kidney.
নিশো: একটু Histology কেমন পারিস দেখি। বলতো Excretory organ বা Gland এর Histological structure কি???
নিশি: কিছুক্ষণ ভেবে বলল, পারবো না।
নিশো: এ জন্য ই Pending খাবি। শোন,
Exocrine gland এর দুইটা Part ,
🔺 Secretory portion
🔺 Ducts system
যা হোক বাদ দে। এখন এটা বল Kidney এর Location কোথায় ?
নিশি–Kidney lies on the posterior abdominal wall, one on each side of the vertebral coloum, behind the peritoneum , opposite 12th thoracic vertebrae and upper three lumber vertebrae.(T12-L3)
নিশো: Very good. বলতো Abdominal wall এর কোন কোন Region এ kidney থাকে?
নিশি: Epigastric, hypochondriac,lumber and umbilical region.
নিশো: এই যে বললি Behind the peritoneum, kidney according to covering of peritoneum কি ধরনের organ?
নিশি: Retroperitoneum organ.
নিশো: আর কোন কোন Retroperitoneum organ আছে human body তে???
নিশি:
🔺 Duodenum
🔺 Pancreas
🔺 Ascending and descending colon
🔺 Upper 2/3rd of rectum
🔺 Ureter
🔺 Suprarenal gland
🔺 Aorta
🔺 Inferior vena cava
নিশো: বাহ, চমৎকার পেরেছিস তো।
বল এবার , Kidney এর External features গুলো কি কি আছে?
🔺 Two poles- Superior and inferior
🔺 Two surfaces- Anterior and posterior
🔺 Two borders- Medial and lateral
🔺 A hilum
নিশো: হুম, ভালোই তো পড়েছিস। বল তো দেখি Kidney দেখতে কেমন?
নিশি: Bean shaped.
নিশো: Kidney এর Measurements বল দেখি,
নিশি:
⭕ Length: 11cm
⭕ Width:6cm
⭕ Thickness:3cm
⭕ Weight: 150gm
নিশো: বলতো দেখি Kidney human body এর কোন System এর Organ হিসেবে কাজ করে?
নিশি: Urinary system
নিশো: এবার ঝটপট করে এ System বাকি Organ গুলোর নামগুলো বলে ফেল
নিশি:
⭕ Two kidneys
⭕ Two ureter
⭕ A urinary bladder
⭕ A urethra
নিশো: এই Urethra কি শুধুই Urinary system এর part???
নিশি: নাহ ভাইয়া Male a এই Urethra act as a common channel for both urinary and reproductive system.
নিশো: বাহ বেশ ভালোই তো পারিস। পেন্ডিং হয় কেন তাহলে?
নিশি: ভাইয়া সব ই ভুলে যাই স্যার এর সামনে।
নিশো বলল মাথা ঠান্ডা কর আর চা বানাইয়া নিয়ে আয়।তারপর আবার পড়াশোনা হবে।
চলবে………
Reference: A.K.Datta ,
ESSENTIAL OF HUMAN ANATOMY
10th edition
Platform Academic Division/
Khadiza Akter Bristy
College:Enam Medical College
Session:2018-2019
Pingback: দুই ভাই বোনের Kidney নিয়ে কিছু কথোপকথন(পর্ব -২) – Platform | CME