Blog

Some Discussion About Necrosis

Pathology
Topic : Necrosis

বিভিন্ন কারণে প্রতিনিয়ত আমাদের শরীরের Cell মারা যায়। Pathologic কোন কারণে Cell মারা গেলে তাকে Necrosis বলা হয়।

মানুষের শরীরের কোন Organ বা Tissue যখন Disease Affected হয়, বা কোন Injury, Chemical Agent বা Toxin এ Exposed হয়, তখন ঐ Tissue র Cell গুলো কিছু Enzyme Release করে। এই Enzyme গুলো Cell Membrane Damage করে, ফলে Cellular Content Leak Out হয় এবং কিছু Nuclear Change এর মাধ্যমে Nucleus কে Disappear করে ফেলে। So, Ultimately Cell Death হয়। এটাই Necrosis।

By definition we can say,
“Necrosis refers to a spectrum of morphologic changes that follow cell death in living tissue, largely resulting from progressive degradative action of enzymes on the lethally injured cell”

Apoptosis এর ক্ষেত্রে শুধু DNA Damage হয়, But Cell Membrane Intact থাকে, তবে কিছু পরিবর্তন আসে।

এখন, Necrosis এর ক্ষেত্রে Cell কিভাবে মারা যায় ?

Autolysis এবং Heterolysis এর মাধ্যমে মারা যায়।

Injured Cell এর Lysosome থেকে Protease, Lipase, Esterase, Ribo-nuclease, Deoxyribo-nuclease Release হয় এবং ঐ injured cell কে মেরে ফেলে। এটা Autolysis।

আর যখন Injured Cell এর আশেপাশের Cell (Leukocyte) থেকে Enzyme Release করে Injured Cell কে মেরে ফেলে, তখন সেটা Heterolysis।

Enzyme গুলো কিভাবে Cell কে মেরে ফেলল?
(Morphologic Change)

এখানে Enzyme গুলো Cell এর Nucleus এবং Cytoplasm এর উপর কাজ করে।

Nuclear Change :-
Enzyme, Nucleus কে Cell থেকে Permanently Disappear করে দেয়। এটা ৩ ধাপে করে – Karyolysis, Pyknosis & Karyorrhexis.

Endonuclease Enzyme ক্রোমাটিনের DNA কে ভেঙে ফেলে (Karyolysis)।
আস্তে আস্তে Nucleus ছোট হয়ে যায় (Shrinked, Condensed) এবং DNA একটি Solid Mass এ পরিণত হয় (Pyknosis)।
Then Enzyme Condensed Nucleus কে Fragment করে ফেলে। ১-২ দিনের মধ্যে Nucleus Totally Disappear হয়ে যায় (Karyorrhexis)।

Pathogenesis

Cytoplasmic Change :-

Necrotic Cell এ Glycogen Loss হয়, এজন্য Cytoplasm উজ্জ্বল (Glossy) হয়।
Hematin ও Eosin Stain এ দেখলে এদের Eosinophilic দেখা যায়।
Enzyme গুলো Cellular Protein কে Denatured করে ফেলে। ফলে Plasma Membrane ও Organelle Membrane Damage হয়।

Cell Membrane এর Phospholipid এর Phagocytosis হয়। Lipase Enzyme, lipid কে ভেঙে Fatty Acid তৈরী করে। Fatty Acid, Calcium এর সাথে বিক্রিয়া করে Calcified হয়ে যায় (Dystrophic Calcification) এবং Cell গুলো দেখতে Chocky White হয়।

এছাড়া Enzyme, Cell Organelle কে Digest করে ফেলে, ফলে Cytoplasm এ ছোট ছোট Vacule তৈরী হয়। Ultimately, Cell মারা যায়।

Sushmita Ghosh
Kumudini Women’s Medical College
Session : 2016-17

Platform Academic/ Faisal Arefin

Leave a Reply