Blog

Abnormal respiratory pattern: Kussmauls Breathing


Kussmauls breathing pattern, Aldoph Kussmaul প্রথম describe করেন তাই তার নামানুসারেই এর নাম Kussmauls Breathing।

সাধারণত respiration এর expiration এ বেশি সময় লাগে inspiration এর থেকে, কারণ expiration passive process আর inspiration active process। Inspiration এর impulse, respiratory center থেকে আসে আর expiration হয় inspiration এর impulse terminate হয়ে যাওয়ার জন্য।

What is kussmauls breathing?🙄

যখন inspiration deep এবং rapid হবে তখন তাকে Kussmauls breathing বলে। এর অপর নাম Air hunger কারণ deep and rapid inspiration দেখে মনে হয় তার air এর ক্ষুধা লেগেছে তাই জোরে জোরে নিশ্বাস নিচ্ছে।

kussmauls breathing কেন হয়?🤔

কোন কারণে যদি metabolic acidosis হয়, তাহলে আমাদের respiratory center stimulate হয় chemoreceptor এর মাধ্যমে। তখন respiratory center rapid and deep inspiratory signal produce করে বলে deep inspiration হয়, এই deep inspiration এর কারণে expiration এর মাধ্যমে বেশি বেশি CO2 বের হয়ে যায়। কারণ যত বেশি rapid and deep inspiration হবে তত বেশি expiration হবে। এর ফলে metabolic acidosis ও compensated হয়ে যাবে।

কি কারনে Kussmauls Breathing হয়?

যে কারণে metabolic acidosis হয়, সেই কারণগুলোর জন্যই Kussmauls breathing হয়।
যেমনঃ

  1. Diabetic ketoacidosis.
  2. Lactic acidosis.
  3. Sepsis (tissue তে hypoperfusion হয়, যার ফলে lactic acidosis হয় ).
  4. Diarrhoea (GIT দিয়ে HCO3 loss হয়).
  5. Renal tubular acidosis(Kidney inable to excrete H+) etc.

Monno Medical College, Manikganj
Session: 2014-2015

প্ল্যাটফর্ম একাডেমিয়া/ তানজিনা সুলতানা

Leave a Reply