▶Endometritis মানে হল uterus এর Endometrium এ normal bacterial flora দ্বারা inflammation হওয়া।
✔✔ চলুন এবার দেখে আসি কেন হয় এই Endometritis?
▶এর আগে একটু Uterus এর layer গুলো জেনে নেই। Uterus এর বাইরে থেকে ভিতরের layer গুলো হচ্ছে যথাক্রমে-
🍁 Perimetrium
🍁 Myometrium
🍁 Endometrium
তার মানে একেবারে ভিতরের layer হচ্ছে Endometrium. এবার আসি Endometrium নিয়ে-
★মূলত Endometrium এর দুইটি layer থাকে-
🍀Functional layer➡ এই layer এ থাকে বিভিন্ন রকম glands & stroma.
🍀Basal layer➡ এই layer টা functional layer regenerates করে menstrual cycle এর সময়।
★এখন বলব কিভাবে Endometritis ঘটে-
এক্ষেত্রে Bacterial flora মূলত external genital organ দিয়ে প্রবেশ করে। যেমন: Vagina, Cervix.
এখন প্রশ্ন হতে পারে কিভাবে এটা দিয়ে Bacterial flora প্রবেশ করবে?
1) Retention of product of conception:
➡ Placental or fetal tissues following delivery or abortion.
2) Intrauterine Contraceptive device.
এই দুইটা Condition ই bacteria প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি করে এবং এতে bacteria uterus এর Endometrium এ গিয়ে inflammation ঘটায়।
🔎 কোন কোন Outer ব্যাকটেরিয়া Endometritis ঘটায়?
🍁Chlamydia Trachomatis
🍁Neisseria Gonorrhoeae
এই দুটি Bacteria sexually transmitted হয়।
🍁Mycobacterium Tuberculosis- এই ব্যাকটেরিয়াটি মূলত আমাদের lung- এ inflammation ঘটায়। তবে এটি blood এর মাধ্যমে transmitted হয়ে uterus এ চলে আসতে পারে এবং Endometritis ঘটাতে পারে।
Diagnosis of Endometritis:
🍁Endometrial biopsy.
🍁Microscopic exam.
এখন Microscopic exam এর মধ্যে রয়েছে:
🔵In Acute Endometritis:-
➡Endometrium এ Neutrophils পাওয়া যাবে।
🔵In chronic Endometritis:-
➡ Endometrium এ Lymphocytes (plasma cells) পাওয়া যাবে।
🔵In Tuberculosis:-
➡Endometrium এ granulomas পাওয়া যাবে।একে Chronic granulomatous endometritis ও বলা হয়।
🔺Symptoms:
★ In Acute Endometritis:
➡ Fever
➡ Abnormal uterine bleeding
➡ Lower abdominal pain
➡ Dysuria
➡ Dyspareunia
★ In Chronic Endometritis:
➡ No symptoms
➡ Normal physiological exam
➡ Some similar symptoms to acute
endometritis
💊💊Treatment:
🔖 Antibiotics.
মোঃ শাওন আহমেদ
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ
সেশন: ২০১৯-২০
প্ল্যাটফর্ম একাডেমিক/ সুমাইয়া আকবর লিরা