Blog

Common Misspelled Medical Abbreviations

কয়েকদিন আগে প্ল্যাটফর্ম এ একজন শ্রদ্ধেয় বড় ভাই-শিক্ষক পোস্ট করেছিলেন, যে বেশ কিছু মেডিকেল টার্ম আমরা অন্যদের দেখাদেখি ভুল লিখে থাকি। যেমনঃ with বুঝাতে আমরা e লিখে সেটার উপর একটা দাগ দেই, যেটা ভুল। সঠিক হলো c লিখে তার উপর দাগ দেওয়া।

আমার বিচ্ছিরি রকমের obsession আছে এসব ছোটখাট ব্যাপারের উপর। স্যারের পোস্ট দেখার পর থেকে খেয়াল রাখতাম এমন আর কিছু আছে কিনা যেগুলো আমরা ভুলভাবে লিখে থাকি। যেগুলো খুঁজে পেয়েছি সেগুলো নিয়ে ছোটখাট একটা লিস্ট করার চেষ্টা করেছি। সবগুলো তথ্য Oxford Handbook of Clinical and Laboratory Investigation বই থেকে নেওয়া। কিছু তথ্য নিয়ে বিভ্রাট থাকতে পারে। যেমন এই বইয়ে Rheumatoid Arthritis কে RhA লিখা হয়েছে, আর RA দিয়ে Refractory Anemia লেখা হয়েছে; কিন্তু Oxford Handbook of Clinical Medicine বইতে আবার RA দিয়ে Rheumatoid Arthritis বুঝানো হয়েছে।

এগুলো কে কিভাবে লিখে তা দিয়ে সত্যিই কিছু আছে যায়না, কিন্তু সঠিকভাবে জানা এবং ব্যবহার করতে দোষ কিসের?

ডা. ফয়সাল আবদুল্লাহ
ফরিদপুর মেডিকেল কলেজ
সেশন-২০১৩-১৪

Leave a Reply