Girl friend / Boy friend / Crush দিলো দাগা,
সেই দুখে মনে পাইলেন আঘাত,
ঘুম আসে না সারারাত,
চোখ জুড়িয়া বরষাত,
দিল ভাঙিয়া চানাচুর।
এখন সারাবেলা শুনেন ‘I’m a lonely Broken Angel’.
আপনাকেই বলছি ব্রোকেন পিপস
কনট্রোল ❗ কনট্রোল ❗
বেশি কষ্ট পেয়েন না।
না হলে আবার বাপ্পারাজ এর মতো পাহাড় সমান কষ্ট বুকে করে আনোয়ার হোসেন এর মতো চিৎকার দিয়ে অক্কা পাবেন।
বিশ্বাস হলো না!
আরে করুন মশাই,
কেননা বাংলা সিনেমায় ওটা হার্ট অ্যাটাক বল্লেও আমার মনে হয় এটা ব্রোকেন হার্ট সিনড্রোম ছিলো।
এটা আবার কি সিনড্রোম?
হ্যাঁ হ্যাঁ বলছি।
Synonyms:
▪️Takotsubo Cardiomyopathy
▪️Stress Cardiomyopathy
▪️Octopus Pot Cardiomyopathy.
▪️Apical Ballooning Syndrome
“Takotsubo” জাপানি শব্দ, indicates octopus trap.
Takotsubo Cardiomyopathy তে heart এর left ventricle এ systole এর সময় apical ballooning appearance হয়। দেখতে প্রাচীন জাপানি জেলেদের তৈরী octopus trap এর মত দেখায় বলেই এই নামকরণ।
🔵 কী কী কারণে হতে পারে Broken heart syndrome❓
▪️ Break up
▪️Unexpected death news of loved ones
▪️Domestic abuse
▪️Relationship problems, Divorce
▪️Job loss , major financial loss
▪️A frightening medical diagnosis
▪️Major surgery
▪️Major accident
▪️Accidental overdose of adrenaline
▪️Asthma flare
▪️Chemotherapy
▪️Fall
মোটকথা over stress এর কারণে হতে পারে।
🔶 কাদের ক্ষেত্রে বেশি হয় এই সমস্যাটি
🔹 Post menopausal women,
পুরুষ এবং অল্প বয়স্কদের কম হয়।
🔹History of a neurological condition
যেমন, head injury, seizure disorder/epilepsy
🔹Psychiatric disorder: anxiety বা depression
⭕ Clinical features:
অনেকটা acute coronary syndrome এর মতো,
🔹Acute chest pain
🔹Shortness of breath
🔹Dizziness
⭕ Diagnostic Investigations:
🔹Decreased ejection fraction
🔹Increased Troponin I
🔹ECG :
Non specific ST changes
(Elevation or depression with T wave changes).
🔹Angiogram :
Non obstructive coronary artery disease
(acute coronary artery syndrome বা কোনো ruptured plaque দেখা যায় না)।
Diastole এর সময় left ventricle এ blood filled থাকে কিন্তু systole এর সময়
left ventricle এর apical portion এর contraction হয় না কিন্তু বাকি portion হয়,
said to be ballooning of Left ventricle।
এটা takotsubo syndrome এর most common form।
🔸Absence of pheochromocytoma or myocarditis.
🔸Movement abnormalities in the left ventricle
🔘Treatment:
Usually heart failure therapy is given.
▪️ACE inhibitors (to treat LV dysfunction )
▪️Beta blockers (to treat arrhythmia)
▪️Diuretics
🔷মাক্সিমাম পেশেন্ট ১-২ মাসের মধ্যে রিকভার করে।
🔷3 to 6 months পর্যন্ত repeated Echo suggested to observe prognosis.
আর যদি সেধে সেধে বারবার ফাঁদে (ছলনাময়ী প্রেমে ) পা দেন, তাইলে আর সারছে।
রিকারেন্ট এ্যাটাক নিয়া বইসা থাইকেন।
💥 Complications:
▪️Pulmonary edema
▪️Hypotension
▪️Arrythmia
▪️Heart failure
▪️Cardiogenic Shock
এত রসায় রসায় বলার পরেও কিছু না বুঝলে আমি কি করতাম!
ছবিগুলা দেখেন।
Nahrin Hoque
AFMC
Session: 2015-16
Platform academic/ Tanima Azad