Plethora ( গ্রিক মানে fullness), face এ increase blood flow বা blood vessel গুলো dilate হবার কারণে অথবা vessel ও skin এর distance কমে এলে চেহারায় যে লাল ভাব (reddish complexion) ফুটে উঠে তাকে plethora বলে।
Plethora কেন হয়?
যে কোন কারণ যেটা face এ blood flow বাড়াবে বা vessels কে dilate করবে অথবা skin ও vessels এর distance কমিয়ে নিয়ে আসে।
কি কারণে plethora হতে পারে?
- Chusing syndrome(seen in 70% patient)
- Carcinoid syndrome
- Mitral stenosis
- Parenchymal lung disease
- Polychythemia vera
- Menopause
etc.
কিভাবে উপরের কারণগুলো Plethora করে?
Chusing syndrome:
Excess cortisol এর কারণে epidermis এবং underlying connective tissue atrophy হয়ে যায় তখন skin thin হয়ে যায়। যে কারণে skin ও blood vessel এর distance কমে আসে, ফলে plethora দেখা যায়।
Carcinoid Syndrome:
Excessive serotonin release এর কারণে স্কিন এর blood vessels dilate হয়, ফলে plethora হয়।
Mitral Stenosis এবং Parenchymal Lung Disease:
এসব এর কারণে blood এর back pressure বাড়ে যে কারণে venous pressure ও বাড়ে আর venous pressure বাড়লে face এর blood vessel engorgement হয়, ফলে plethora দেখা যায়।
Polychythemia Vera:
Abnormally অনেক RBC produce হয় ফলে Hb এর পরিমান ও বেড়ে যায় এবং plethora হয়।
Menopause :
Hormonal imbalance এর কারণে blood vessel dilate হয় ফলে plethora দেখা যায়।
তাছাড়া chronic alcoholism, hyperthyroidism, superior venacava obstruction কারণেও plethora দেখা যেতে পারে।
Rahul Ahmed Rubel
MMC(2014-2015)
Platform academic /Shultan Mahmud Jahid