Angular কথাটা এসেছে Angle থেকে আর Stoma এর গ্রিক মানে Mouth অথবা Cheil কথাটার মানে Lips আর Itis মানে Inflammation। তাহলে মানে দাড়ায় Angle of mouth/lips এর Inflammation-ই হচ্ছে Angular stomatitis/cheilitis।
Why it’s occur?
- It’s occur due to:
- Nutritional deficiency especially riboflavin, iron, pyridoxine
- Infection: By bacterial or candida
- Poorly fitting dentures.
কিভাবে Nutritional deficiency, angular stomatitis করে?
- Riboflavin, iron and other nutrients cell এর Replication, repair and protection এর জন্য প্রয়োজন হয়।
কিভাবে প্রয়োজন হয়?
- Gene transcription এর জন্য প্রয়োজন হয়।
তাহলে দেখা যাচ্ছে এসব Nutrition এর Deficiency হলে Cell এর Relpication, repair, protection and replacement কোনটাই হবে না। ফলে Cell atrophy হয়ে Inflammation হওয়া শুরু করে যে কারনে Angular stomatitis/cheilitis হয়।
তাছাড়া Angle of mouth এ Bacteria বা Candida নামের Fungus দিয়ে Infection হলেও Inflammation হয়ে Angular stomatitis/cheilitis হয়ে থাকে এবং Poorly fitting dentures ও Infection এর Source হিসেবে কাজ করে।
Md. Rahul Ahmed Rubel
Monno Medical College, Manikganj
Session: 2014-2015
Platform academic/ Sirazum Munira Srizan