Blog

Anterior Compartment of the Forearm ( Part-2)

স্যার : Good Morning, students. আজকে তোমাদের Forearm এর Artery supply টা দেখে আসতে বলেছিলাম। তোমরা কি দেখে এসেছো?
শিক্ষার্থী-১ : জী, স্যার দেখেছি
স্যার : তাহলে তোমাকে দিয়েই শুরু করি। বল তো What are the Arteries of the front of the forearm?


শিক্ষার্থী-১ : The radial and ulnar arteries are the chief arterial trunks of the forearm,but they mainly supply the superficial and deep palmar arches.

স্যার: আচ্ছা এটা কার branch?
শিক্ষার্থী: Brachial artery.
স্যার:আচ্ছা বলত,কোথায় এসে এই branching হয়? শিক্ষার্থী: At the level of radial neck
স্যার: আর কি কি branch হয়?
শিক্ষার্থী:Ulnar artery
স্যার: খুব সুন্দর। এই দুইটার ভেতর ছোট কোনটা?
শিক্ষার্থী: Radial artery
স্যার: তাই নাকি? কিন্তু আমরা যে শুধু radial pulse, radial pulse ই করি??


শিক্ষার্থী: As it appears a more direct continuation of brachial artery and it is mostly covered only by the skin and fascia.

স্যার : আচ্ছা তুৃমি কি আমাকে এটার COURSE টা বুঝিয়ে বলতে পারবে?
শিক্ষার্থী -২ : জী, স্যার চেষ্টা করছি।

At First, It begins in the cubital fossa below the bend of elbow opposite the neck of the radius. It passes deep to Brachioradialis and runs downwards along the radial side of the forearm accompanied by paired venae comitantes In the hand it passes between the two heads of the first dorsal interosseous muscle and between the two heads of adductor pollicis.

স্যার: Radial Artery এর Branches & Distribution টা বলতো
শিক্ষার্থী-২: Radial artery এর BRANCHES গুলো হচ্ছে- Radial recurrent artery –
🔹 Muscular branches- It gives supply to the lateral muscles of the forearm.
🔹Palmar carpal branch-
🔹Dorsal carpal branch-
🔹Superficial palmar branch-
🔹First dorsal metacarpal artery-
🔹Arteria princeps pollicis-
🔹Arteria radialis indicis-

স্যার : Marvellous!! সারারাত জেগে পড়েছো মনে হচ্ছে। এবার আমাকে এটার Clinical Corelation বলো একজন।
শিক্ষার্থী -৪ : স্যার এখানে ২ ধরনের Clinical Correlation হয়ে থাকে।

  • Examination of the Radial Pulse : It is felt on the radial side of the front of wrist where radial artery lies on the anterior surface of distal end of radius.
  • Ischemic compartment syndrome: The sudden complete occulusion or laceration of the artery can cause paralysis of flexor muscles of the forearm.

স্যার : Very good! এবার আমাকে ULNAR ARTERY নিয়ে কেও কিছু বলো।
শিক্ষার্থী-৪ : স্যার,আমি বলতে চাই
স্যার : আচ্ছা Ulnar artery এর Origin & Course টা বলতো
শিক্ষার্থী-৪ : It is the largest terminal branch of the brachial artery and arises in the cubital fossa.


COURSE : In the upper one-third of the forearm, the ulnar artery is deeply placed and passes downward and medially beneath the superficial flexor muscles of the forearm. From the lower two-thirds of forearm, the artery descends vertically and undergoes a sub- fascial course between the flexor carpi ulnaris medially and flexor digitorum superficialis laterally. The artery crosses the flexor retinaculum and enters the palm and divides into superficial and deep branches.

স্যার: সুন্দর বলেছ। আচ্ছা তুমি (শিক্ষার্থী-১) বলতো এটার Branches গুলো কি কি?
শিক্ষার্থী -১: স্যার এটার Branches গুলো হচ্ছে – 🔸 Anterior ulnar recurrent artery –
🔸 Posterior ulnar recurrent artery-
🔸 Common interosseous artery –
★Anterior interosseous artery ★Posterior interosseous artery

🔸Palmar and dorsal carpal branches-
🔸 Muscular branches-supply to the neighbouring muscles.
স্যার:Ulnar Artery এর কোনো Clinical Correlation আছে কি?


শিক্ষার্থী-১ : জী, স্যার আছে

  • Aberrant Ulnar Artery: In about 3% of individuals, the ulnar artery may rise high in the arm and passes superficial to the flexor muscles of the forearm and is termed superficial ulnar artery.This variation should always be kept in mind whille withdrawing blood samples or giving intravenous injections.


স্যার : আচ্ছা তুমি কি Allen’s Test সম্পর্কে পড়েছ?একটু বলত এই ব্যাপারে
শিক্ষার্থী-১ :Allen’s Test is the procedure that is used to find out if the blood flow of our hand is normal.


স্যার :এটা কিভাবে করে?

শিক্ষার্থী-১ : Sorry sir স্যার : আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি।ছোটোবেলায় আমরা সবাই একটা খেলা খেলতাম।কব্জির একটু উপরে শক্ত করে হাত চেপে ধরে (এমনভাবে যাতে কোনো রক্ত চলাচল করতে না পারে)।পরে বলতাম ওই হাতটাকে মুষ্টিবদ্ধ করতে।মুষ্টি খুললে দেখা যেত পুরা হাত সাদা হয়ে গিয়েছে।এরপর কব্জির উপরের চাপ ছেড়ে দিলে দেখা যেত হাত পুরো গোলাপি রঙের হয়ে গেছে।এই পরীক্ষা টাকেই আমরা বলি Allen’s Test।


শিক্ষার্থী -১ : জী স্যার এবার বুঝেছি
স্যার:Artery তে কি কি সমস্যা হতে পারে?

শিক্ষার্থী-২: স্যার,aneurysm হতে পারে। কোন কারণে যদি artery diameter বেড়ে যায় যা এমনি বা Idiopathic হতে পারে।
স্যার:ওকে, Arteriovenous fistula বলতে কি বুঝ?
শিক্ষার্থী-২:It a abnormal connection between a artery & a vein.

স্যার: খুব সুন্দর বলেছ তোমরা সবাই
আজকের ক্লাস এখানেই শেষ করছি।
GOOD bye everyone.

 Reference : A.k Datta Essentials of HUMAN ANATOMY 5th ED.
 Gray’s anatomy – 41st Edition

Platform Academic Division/Sadia Afrin Ivy
CARe Medical College
2019-20

One thought on “Anterior Compartment of the Forearm ( Part-2)

  1. Pingback: Anterior Compartment Of the forearm (part- 3) – Platform | CME

Leave a Reply