ক্লিনিকাল রিসার্চ বা পাবলিক হেলথ যেখানেই ডাটা এনালাইসিস করতে চান না কেনো আপনার স্ট্যাটিসটিকাল সফটওয়ারে দখল থাকা লাগবেই।
আমাদের দেশে এখনো SPSS জনপ্রিয়। BSMMU, BCPS, NIPSOM এ এখনো SPSS ব্যবহৃত হয়। স্যাররাও SPSS এ স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেক জায়গায় অবশ্য Stata জনপ্রিয়।
জনপ্রিয়তা এবং উপযোগীতায় উপরের দুটিকে বহু আগেই ছাড়িয়ে গেছে R
R একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম। মানে R ব্যবহার করতে আপনাকে পয়সা দিতে হবেনা বা ক্র্যাক (অবৈধ) সফটওয়ার ব্যবহার করতে হবেনা।
ডাটা ভিজুয়ালাইজ করার জন্য (গ্রাফ/চার্ট/ম্যাপ) আপনাকে আলাদা কিছু ব্যবহার করা লাগবেনা। R এর বিভিন্ন প্যাকেজ ব্যবহার করে আপনি চমৎকার ডায়াগ্রাম প্রডিউস করতে পারবেন।
আপনার প্রতিষ্ঠান শেখাচ্ছেনা এই অজুহাতে আপনি যদি R না শিখেন তাইলে আগামী ৫ বছর পর ডাটা এনালাইসিস এর জগতে আপনি অসুবিধাজনক জায়গায় থাকবেন।
আজ হোক কাল হোক শিখতেই হবে।
যদি শিখতেই হয় তাইলে সেটা এখনি কেন নয়?
Coursera তে R শিখেন আর Datacamp এ এসে প্র্যাকটিস করেন।
বিশ্বাস করেন প্রচন্ড আগ্রহ আর ইচ্ছাশক্তি এ দুটো ছাড়া আর কোন যোগ্যতা-ই লাগবেনা।
Statistics এবং Statistical Software এ সামান্য সময় দিয়েই আপনি আজিজ মার্কেট আর নীলক্ষেত থেকে থিসিস না কিনে নিজের থিসিস নিজেই করতে পারেন।
ও হ্যা, চাকরির বাজারের টপলিস্ট ধরলে এই সময়ে উপরের দিকে থাকবে ‘ডাটা সায়েন্স’।
ডাটা সায়েন্স এর জগতে আসতে চাইলে আপনার জন্য R শেখা ফরয। ব্যাসিক দিয়া শুরু করেন। মজা পাইলে এডভান্সড টা শিখে ফেলতে পারবেন।
কোর্সেরার লিংকঃ https://www.coursera.org/learn/r-programming
Edx: https://www.edx.org/course/data-science-r-basics
Datacamp: https://learn.datacamp.com/courses/free-introduction-to-r?
কোর্সেরা তে Financial Aid আছে।
Edx এ কোর্স ফ্রি। তবে সার্টিফিকেট নিতে টাকা লাগবে।
আর Datacamp এর জন্য Microsoft Visual Studio তে আইডি খুলে ফ্রি ২ মাস Datacamp ইউজ করতে পারবেন।
Shamsul Arefin
Cumilla Medical College
2007-08
Platform academia/ Nahin Akter Riya