Definition:
These antibiotics have a beta lactam ring structure and exert bactericidal action by disrupting cell synthesis in rapidly dividing organisms. They are called so because of their four-membered lactam ring.
Classification: 1. Penicillins 2. Cephalosporins 3. Carbapenems 4. Monobactams.
আসুন জেনে নিই Beta lactam ring টা কী ?
Beta lactam ring হচ্ছে তিন carbon ও এক nitrogen বিশিষ্ট atom এর Heteroatomic ring structure।
Mechanism of action:
Beta lactam antibiotics গুলো bactericidal অর্থাৎ bacteria এর cell wall synthesis এ বাধা প্রদান করে।
⬇️
Beta lactam antibiotics transpeptidase enzyme এর সাথে bind করে transpeptidase enzyme কে inhibit করে peptidoglycan synthesis blocked করে দেয়।
⬇️
ফলে Bacteria এর cell wall defective ভাবে formulation হয়।
⬇️
ফলে Cell porous হয়ে যায় peptidoglycan এর অনুপস্থিতিতে।
⬇️
যার ফলে Porous cell wall of bacteria তে পানি প্রবেশ করে।
⬇️
এজন্যে Bacteria এর internal osmotic pressure increase হয়।
⬇️
ফলে Bacteria lysis হয়ে যায়।
How to resistance of beta lactam antibiotics:
Beta lactam antibiotics কিছু কিছু antibiotics এর বিরুদ্ধে resistance হয়ে যায়।
এগুলো হলো-
- Streptococcus Pneumoniae
- Mycobacterium tuberculosis
- Staphylococcus aureus
- Enterococcus
- Clostridium botulinum
- Listeria monocytogenes.
এই Bacteria গুলো এক ধরনের enzyme তৈরি করে যা beta lactamase নামে পরিচিত।
How to work beta lactamase enzyme?
Beta lactamase enzyme গুলো Lactam ring hydrolysis করে ফেলে, ফলে Antibiotics এর activity নষ্ট হয়ে যায়।
কিভাবে Beta lactam antibiotics এর activity intact রাখা যায়?
Clavulanic acid নামক এক ধরনের chemical পদার্থ Gram positive bacteria থেকে আবিষ্কার করা হয়েছে।
যার Structure অনেকটা penicillin এর মত। যদিও এটা দেখতে penicillin এর মত কিন্তু এটা Penicillin-binding proteins (PBPs) এর সাথে bind করে না।
তবে মজার ব্যাপার হলো Clavulanic acid and penicillin এর structure অনেকটা মিল থাকার কারণে beta lactamase enzyme penicillin and clavulanic acid মধ্যে পার্থক্য করতে পারে না।
আর তাই যখন Penicillin class এর antibiotics এর সাথে Clavulanic acid combination করে দেওয়া হয় তখন beta lactamase enzyme, clavulanic acid and beta lactam antibiotics ২টার সাথেই bind করে। এতে Beta lactamase enzyme, clavulanic acid এর সাথে bind করে নিষ্ক্রিয় হয়ে পড়ে, ফলে beta lactam antibiotics এর activity intact থাকে।
Combination of beta lactamase inhibitor and beta lactam antibiotics:
- Amoxicillin+clavulanic acid
- Ampicillin+sulbactam
- Piperacillin+tazobactam
Md. Mujahid Hasan( Sagar)
US-Bangla MEDICAL COLLEGE
session: 2016-17
প্ল্যাটফর্ম একাডেমিক/ তাবাসসুম ইসলাম