খুবই Rapidly আপনি কি ভাবে বুঝবেন যে, আপনার আপন জনের Stroke হয়েছে?
এই Stroke নিয়ে আমাদের সমাজে অনেক গল্প গুজব প্রচলিত রয়েছে। ঐ দিন দেখলাম একজন কমার্সের ছাত্র একটা ভিডিও তে বলেছেন, How to dx stroke? বাংলাদেশের সবাই ডাক্তার except MBBS।
যাই হোক Stroke এর Rapid dx করার জন্য একটা Scale প্রচলিত আছে যাকে বলা হয় Rosier Scale।
Stroke এর Scale অনুসারে যদি আপনি কারো score >0 সহজ কথায় ১ পান তাহলে ধরে নিতে হবে যে সে স্ট্রোকের পেশেন্ট।
লক্ষণঃ Score
Unilateral Facial_ weakness. +1
Unilateral grip weakness. +1
Unilateral arm weakness. +1
Unilateral Leg weakness. +1
Speech Loss. +1
Visual field defect. +1
Loss of Conciousness. -1
Convulsions. -1
এই Scale এর শিক্ষণীয় বিষয় হলো দুটিঃ
প্রথমত, যদি কেউ অজ্ঞান হয়ে যায় অথবা তার খিঁচুনী থাকে তাহলে প্রথমই ধরে নিতে হবে-
It may be due to any causes other than the stroke
আর এই জন্যই Convulsions এবং Unconsciousness এর score -1 ধরা হয়েছে।
দ্বিতীয়ত, আপনি যদি কোন পেশেন্টের এমন পান যে তার কোনো খিঁচুনী নাই অথবা সে অজ্ঞানও নয় কিন্তু
তার হয়তবাঃ
মুখে মাংস পেশিতে দুর্বলতা,
অথবা
কথা বলার সময় মুখে কথা আটকে যাচ্ছে
অথবা
সে তার হাত দিয়ে কোন কিছু ধরতে পারছে না
অথবা
তার একপাশের হাতে দুর্বলতা
অথবা
এক পাশের পা নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে
অথবা
চোখে দেখতে সমস্যা হচ্ছে
এই লক্ষণ গুলির মধ্যে যে কোন একটি লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে, এটা Stroke এর পেশেন্ট।
এই কনসেপ্ট আপনাকে রাস্তা ঘাটে Stoke এর পেশেন্ট Dx করতে সহায়তা করবে।
Ref: Davidson Principles and Practice of Medicine
K M Abdullah Al – Noman
Jahurul Islam Medical College
Session: 2014-15
Platform Academia/ Nahin Akter Riya