নাট-বল্টুর কথা তো সকলের মনে আছে? সারাদিন পুরো দাসপাড়া থানা মাতিয়ে বেড়ানো ছেলে দুটো এখন আর ছোট নেই। দুইজনই এখন মেডিকেল স্টুডেন্ট। সারাদিন লেকচার আর আইটেম দিয়েই দিন কেটে যায়। বিকেল বেলা দাসপাড়ার বড় মাঠে আসে খেলার জন্য। দুইজন মিলে গাছের নিচে থাকা বেঞ্চে বসে রেঞ্জ দা, ব্যাবলাই আর হুলো দার অপেক্ষা করতে ছিলো।
নাটঃ কিরে বল্টু, এরকম রোগার মতো বসে আছিস যে?
বল্টুঃ আসার আগে Glycolysis টপিকটা ভালো করে পড়ে এসেছি। এখন মাথায় খালি ওটা ঘুরছে।
নাটঃ আরে আগে বলবি না। Biochemistry তে আমি একদম পাকা যাকে বলে বস লেভেলের মানুষ। চল দুজনেই ডেমো দেই। কি বলিস?
বল্টুঃ তা আর বলতে। প্রথমে Glycolysis এর সংজ্ঞা দিয়ে শুরু কর।
নাটঃ Oxidation of glucose or glycogen into pyruvate (in aerobic condition) or lactate (in anaerobic condition) with the production of ATP is called glycolysis.
বল্টুঃ এটার আরেক নাম কি?
নাটঃ Embden-Meyerhof pathway.
বল্টুঃ এটার Types বলতো?
নাটঃ 🔹Aerobic glycolysis. 🔹Anaerobic glycolysis.
বল্টুঃ এবার বল Substrate কি?
নাটঃ Glucose.
বল্টুঃ কি কি Product তৈরি হয়?
নাটঃ Pyruvate (in aerobic state) & Lactate (in anaerobic state)
বল্টুঃ এটার Site টা বল দেখি।
নাটঃ All cells and tissues.
বল্টুঃ কোন Compartment এ হয়?
নাটঃ Cytoplasm এ হয়।
বল্টুঃ এই Pathway এর Nature কি?
নাটঃ Catabolic.
বল্টুঃ আচ্ছা, এবার Rate limiting enzyme বল।
নাটঃ Phosphofructokinase-1 (PFK-1)
বল্টুঃ কোন Co-enzyme দরকার হয়?
নাটঃ NAD (derived from niacin). আচ্ছা এবার তুই বল যে, এখানে কয়টা ATP তৈরি হয়?
বল্টুঃ Aerobic state এ ৮ টা আর Anerobic state এ ২ টা।
নাটঃ Glycolysis regulation এ কাজ করে কে?
বল্টুঃ It is stimulated by insulin, ADP, AMP & inhibited by glucagon, ATP, citrate.
নাটঃ Glycolysis এর Unique specialty কি?
বল্টুঃ এটা Aerobic and anerobic দুই Condition এই হতে পারে।
বল্টুঃ আচ্ছা নাট, এবার Steps of glycosis একটু বলতো।
নাটঃ আচ্ছা শোন তাহলে,
➡ ️প্রথমে Cell membrane এ থাকা Glucose transporters এর সাহায্যে Facilitated diffusion এর মাধ্যমে Glucose cell এ Transport হবে। এবং Phosphorylation এর মাধ্যমে Glucose 6-P তে পরিণত হবে।
➡️ তারপর Isomerization of glucose 6-P to fructose 6-P by phosphoglucoisomerase
➡️ Fructose 6-P, Phosphofructokinase-1 এবং ATP এর সাহায্যে Phosphorylation এর মাধ্যমে Fructose 1, 6-BP তে পরিণত হয়।
➡️ Aldolase এর উপস্থিতিতে Fructose 1, 6-BP ভেঙে Glyceraldehyde 3-P & DHAP তৈরি হয়।
➡️ Glyceraldehyde 3-P dehydrogenase এর উপস্থিতিতে জারণ প্রক্রিয়ায় Glyceraldehyde 3-P থেকে 1, 3-BPG তৈরি হয়।
➡️ 1,3- BPG phosphoglycerate kinase এর উপস্থিতিতে 3-PG তে রুপান্তরিত হয়।
➡ ️3-PG, mutase এবং Enolase এর সাহায্যে Phosphoenol pyruvate এ রুপান্তরিত হয়।
➡️ Phosphoenol pyruvate, pyruvate kinase এর সাহায্যে Pyruvate এ রুপান্তরিত হয়।
➡ ️সবশেষে Lactate dehydrogenase এর সাহায্যে Pyruvate এর Reduction এর মাধ্যমে Lactate তৈরি হয়।
বল্টুঃ আচ্ছা নাট, Derangement of glycolysis হলে কি কি রোগ হয়? একটু বুঝিয়ে বল।
নাটঃ আচ্ছা বলছি,
🔴 Lactic acidosis
➡️ Prolonged anaerobic condition এ, Anaerobic glycolysis চলতে থাকে এবং Lactic acid এর পরিমাণ বেড়ে যায় এর ফলে Lactic acidosis হয়।
🔴 Hemolytic anemia
➡️ আমরা জানি, RBC এর একমাত্র Metabolic fuel হচ্ছে Glucose এবং RBC glycolysis এর মাধ্যমে Glucose থেকে শক্তি পায়। আর RBC এই শক্তি Na-K pump এর কাজে ব্যবহার করে নিজের Flexible biconcave shape ঠিক রাখে। এখন Glycolytic enzyme এর Deficiency হলে RBC তার Flexible biconcave shape maintain করতে পারে না। যার ফলে সবশেষে Hemolytic anemia হয়।
বল্টুঃ Inhibition of glycolysis টা বল।
নাটঃ 🔹 In Vitro by fluoride.
🔹 in vivo by iodoacetate.
নাটঃ আচ্ছা, এবার তুই Glycolysis এর কিছু Importance বল।
বল্টুঃ
🔸 Glycolysis একমাত্র Pathway যেটা সব Cells & tissue তে সংঘটিত হয়।
🔸 Glycolysis, RBC এর শক্তি উৎপাদন এর একমাত্র উৎস।
🔸Hypoxic state এ Heart muscle anaerobic glycolysis এর মাধ্যমে শক্তি পায়।
🔸এটা Glucose metabolism এর Principal route এবং Fructose, galactose & other carbohydrates metabolism এর Main pathway।
নাটঃ খুব ভাল হয়েছে রে।
বল্টুঃ ঐ দেখ রেঞ্জ দা, ব্যাবলাই আর হুলো দা চলে এলো।
রেঞ্জঃ কি গল্প গুজব করছিস মানিকজোড়?
নাটঃ ঐ সব তুমি বুঝবে না।
রেঞ্জঃ হয়েছে হয়েছে, এই নে বল, যা বোলিং করা শুরু কর।
অতঃপর সবাই খেলায় মনোযোগ দিলো।
Reference :
Prof. Md. Mozammel Hoque, abc of medical biochemistry,
7th Edition
Platform Academic Division/ Md.Naimul Hasan
Central Medical College & Hospital
Session : 2019-2020