Blog

Diathermy এর ইতিকথা…..

♦ Diathermy operative surgery এর একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় instrument।

Surgery তে Diathermy এর অনেক ধরনের ব্যবহার আছে-

♣ প্রথমত, Bleeding বন্ধ করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি যেটাকে বলা হয়
to achieve haemostasis

♣ দ্বিতীয়ত, কোন structure কাটার জন্য Diathermy ব্যবহার করা হয় যেমনঃ Muscles, fascia ইত্যাদি কাটার জন্য ব্যবহার করা হয় Diathermy।

♣ তৃতীয়ত, Diathermy দিয়ে small cutaneous lesions কেটে remove করা হয়।

♣এখন Diathermy machine কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এর কাজের ভিত্তিতেঃ

♦যেমনঃ যে Diathermy দিয়ে bleeding বন্ধ করা হয় তাকে বলা হয় coagulation diathermy
আর এই কাজটা করার জন্য আমাদের তাপমাত্রা দরকার হয় 100 degree

♣ Diathermy machine এর নীল (Blue) রং এর switch দিয়ে coagulation diathermy ON করা হয়।

♦ তারপর যে Diathermy দিয়ে muscle, fascia কাটা হয় তাকে বলা হয় cutting diathermy
আর এই কাজটি করার জন্য 1000 degree তাপমাত্রার দরকার হয়।

♦ আবার Blended Diathermy দিয়ে coagulation এবং cutting দুইটিই করা যায়।

♦ কি ধরনের current use করা হচ্ছে এর উপর ভিত্তি করে Diathermy দুই প্রকার-

★Unipolar Diathermy:
এটা দিয়ে coagulation এবং cutting দুইটিই করা যায়।
কিন্তু এটা artificial valves লাগানো আছে এমন patient এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

★Bipolar Diathermy:
এটা দিয়ে শুধু coagulation করা হয়।

♦ সতর্কতাঃ

Diathermy র সময় যে বিষয় গুলা অবশ্যই খেয়াল রাখতে হবেঃ

১। Proper earthing

২। Avoid loose contact of electrodes.

নোমান আব্দুল্লাহ
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ।
সেশন: ২০১৪-১৫

প্ল্যাটফর্ম একাডেমিক/ মাঈনুল ইসলাম

Leave a Reply