Blog

ডিপজলের Pulpitis বিড়ম্বনা

এফডিসি চত্বরে শুটিং চলছে। নায়ক আরেফিন শুভ এবং খলনায়ক ডিপজল ও তার বাহিনীর মধ্যে চলছে তুমুল মারামারির দৃশ্য। শুটিং এর মাঝেই হঠাৎ গালে হাত দিয়ে বসে পড়লেন ডিপজল। পরিচালক “কাট ” বলতেই সবাই উৎসুক হয়ে ভীড় করলো তার চারপাশে। ঠিক সেসময়ই পরিচালকের পাশে বসে দৃশ্যটি দেখছিলেন হিরোইন আজমেরী হক বাঁধন যিনি পেশায় একজন ডেন্টিস্ট।  ডিপজলকে এ অবস্থায় দেখে ব্যথার কারণ জিগ্যেস করলেন তিনি।

ডা. বাঁধন- এরকম হঠাৎ দাঁত ব্যথার পিছনে অনেকরকম কারণ ই থাকতে পারে তবে আমার যা মনে হয় আপনার সম্ভবত pulpitis এর কারণে ব্যথা হতে পারে।

ডিপজল- Pulpitis ? হেইডা আবার কি জিনিস?

ডা. বাঁধন- Pulpitis is the most common causes of dental pain and loss of teeth in younger persons. The usual cause is caries penetrating  the dentine and infecting the pulp but there are other possibilities.

ডিপজল- তয় আমার pulpitis হইব কিল্লাইগা!?

ডা. বাঁধন- অনেক কারণেই তা হতে পারে।

📌Mainly the most common causes of pulpitis are-
1️⃣> Dental Caries.
2️⃣> Traumatic exposure of the pulp.
3️⃣> Fracture of a crown and pulp.
4️⃣> Cracked tooth syndrome.
5️⃣> Thermal or chemical irritation.

ডিপজল- ওহ্ হের লাইগাই খুব গরম আর খুব ঠান্ডা খাওন খাইলে আমার pain শুরু হইয়া যায়।

ডা. বাঁধন- Pulpitis বিভিন্ন ধরনের হতে পারে।

There are different types of Pulpitis-
1️⃣ Acute pulpitis
                – Acute closed pulpitis
                – Acute opened pulpitis

2️⃣ Chronic pulpits
                – Chronic closed pulpitis
                – Chronic Hyperplastic pulpitis (pulp polyp)

এছাড়াও রয়েছে
📌  Reversible pulpitis

a) Symptomatic ( Active)

b) Assymptomatic ( Passive)

📌 Irreversible pulpitis

a) Acute irreversible
(Abnormally responsive to cold and heat)

b)Chronic irreversible

(Assymptomatic with pulp exposure , Hyperplastic pulpitis, Internal resorption etc)

 

ডিপজল- আমার তাইলে Pain কোন কিসিমের pulpitis এর লাইগা হইতে পারে?

ডা. বাঁধন- সেক্ষেত্রে আপনার X-Ray করাতে হবে। চেম্বারে গেলে ডায়াগনোসিস সহজ হবে।
মূলত, যেসব লক্ষণ দেখলে আমরা pulpitis বুঝতে পারিঃ
1️⃣> Severe stabbing pain in a tooth, triggered by hot or cold food or stimuli.
2️⃣> The pain may start spontaneously, often in acute pulpitis pain is felt when patient is trying to get sleep.
3️⃣> Pulp pain is poorly localised.
4️⃣ > Chronic pulpitis is often symptompless.

ডিপজল- হ আমার রাইতে ঘুম যাওনের সময় বহুত pain শুরু হইয়া যাইগা। প্রায় রাতই ঘুমাইতে পারি না।

ডা. বাঁধন- তার মানে আপনার Acute pulpitis হতে পারে।

ডিপজল- আইচ্ছা Pulpitis এর Treatment Proceedure ডা কেমনে করে? ব্যাথা পামু না তো!

ডা. বাঁধন- Treatment of pulpitis-

📌> If fractured or cracked, have to stabilise fracture and seal the pulp.
📌> Removal of caries, obtundent or steroid dressing.
📌> Removal of caries and pulp capping.
📌> Pulpotomy in deciduous tooth.
📌> Endodontic treatment.
📌> Extraction.
📌> Analgesics are largely ineffective.

ডিপজল- আর যদি মনে করেন আমি Treatment না করাই, কি হইবার পারে?

ডা. বাঁধন- Untreated pulpitis usually leads to death of the pulp and spread of the infection to the periapical tissues. It can caused periodontitis.

ডিপজল- তাইলে তো আমার ট্রিটমেন্ট করাইতে আইতে হইব। আমি আইবার চাই।

ডা. বাঁধন- অবশ্যই, আমি শুটিং শেষে আপনাকে এড্রেস দিয়ে দিব।

[কথোপকথনের এই পর্যায়ে ডিরেক্টর এসে ঘোষণা দিলেন আজকের মত প্যাক আপ]
বাঁধন- আজকের মত তো শুটিং শেষ। তাহলে আজকেই চলুন।
ডিপজল- হ, তাই চলো। আমি ব্যাথার যন্ত্রণা তো আর  নিতাম পারতাছি না!

এই বলে দু’জনে চেম্বারের দিকে রওনা হলেন।

Ref: Cawson’s Oral Pathology and Oral Medicine (9th edition)

Written by:

H M Fahim Ifthekher
Session: 2016-17
Marks Dental College

Leave a Reply