Platform Academic Division এর উদ্যোগে শুরু হয়েছে “Platlas Art Contest”। যার দ্বিতীয় প্রতিযোগীতা ছিল Facial Nerve। আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্খিত তিন বিজয়ীকে।
মেডিকেলের পড়াশুনার সবচেয়ে বেসিক ও গুরুত্বপূর্ণ সাবজেক্ট এনাটমিতে আর্টের প্রয়োগ অপরিহার্য। মেডিকেল স্টুডেন্ট ও ডাক্তারদের মাঝে এনাটমি আর্ট জনপ্রিয় করে তুলতেই এ উদ্যোগটি নেয়া হয়েছে। এটি একটি চলমান প্রতিযোগীতা। প্রতিযোগীতা দেখতে ও অংশগ্রহণ করতে জয়েন করুন ও চোখ রাখুন বাংলাদেশের মেডিকেল স্টুডেন্ট ও ডাক্তারদের সর্ববৃহত ফেসবুক গ্রুপ “প্ল্যাটফর্ম” এ। সকল পর্বের বিজয়ীদের নিয়ে প্রকাশিত হবে বাংলাদেশের নিজস্ব ও প্রথম Anatomy atlas.
“Platlas Art Contest” Contest 2: Facial Nerve
1st:   Farhana Lima
Addin Womens medical college
Session: 2016-17
2nd: Nishat J
 Ad-din Women’s Medical College 
 Session: 2017-2018
3rd: Souvik Dasgupta 
 Ashiyan Medical College
 Session : 2018-19
সকল বিজয়ীদের প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন!



