Blog

অঞ্জনি/Stye নিয়ে যত কথা!

Stye, যাকে বাংলা আঞ্চলিক ভাষায় আমরা অঞ্জনি নামে চিনি। জীবনেও কখনো Stye হয় নি এমন মানুষ পাওয়া কঠিন। যাদের হয়েছে তারাই বলতে পারে এই ছোট্ট দানার মত জিনিস টাই কতটা প্যারাদায়ক।
শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে তাই ধুলা বালির প্রার্দুভাবে Stye শীতকালেই বেশি হয়।

এখন আসি, Stye কি??

অনেক সময় চোখের পাতার কণায় infection এর কারণে pus জমে একটা থলি তৈরি হয়, এটাই Stye (অঞ্জনি)।

In medical Term-
Stye is a red, painful lump near the edge of eyelid due to Acute inflammation of the tear gland or eyelash follicles (Zeis or meibomian glands)

Fig : Location of Stye.

এখন আসি, Causes & Etiology of Stye –

Etiology-
Mainly Staphylococcus aureus, rarely Streptococcus

Causes-

  • Irregular eye wash (যারা নিয়মিত চোখ পরিষ্কার করে না, তাদের Stye হবার প্রবনতা বেশি)
  • Using Contact lenses
  • Left over eye makeup overnight (চোখের মেকাপ করে ঠিকমত পরিষ্কার না করার জন্য অনেক মেয়েদের Stye হয়ে থাকে)
    -Immunesuppression
    -Increased occurrence in individuals with acne vulgaris and diabetcellulitis.

এখন আসি, Symptoms কি কি?

  • চোখের পাতা ভারী ভারী লাগে।
  • আক্রান্ত জায়গা লাল হয়ে ওঠে, ফুলে যায়।
  • পুঁজ জমার কারণে আক্রান্ত জায়গায় প্রচুর ব্যথা হয়।
  • আক্রান্ত চোখের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়
  • আক্রান্ত চোখ অনেক চুলকায়।
    -চোখ থেকে ময়লা (purulent discharge) বের হয়

এখন আসি, Stye কয় ধরনের হয়ে থাকে?

২ ধরনের হয়ে থাকে।

  1. External hordeolum: inflammation of Moll’s or the Zeis gland at the lid margin
  2. Internal hordeolum: inflammation of the meibomian gland; usually visible at the palpebral conjunctiva (less common)

এখন আসি, Stye এর Treatment কি?

Most styes are self-limiting and resolve spontaneously within 1 week.

-Warm compression and massage (তুলো অথবা নরম কাপড় বোরিক পাউডার মিশানো কুসুম গরম পানিতে ভিজিয়ে তা চোখে লাগিয়ে ভাপ দিতে হবে)

Fig : Treatment of Stye.
  • Maintain Eyelid margin hygiene ( চোখ একদম অপরিষ্কার রাখা যাবে না)
    -For pain relief- Paracetamol can be taken untill the pain subside.
    -Oral antibiotic treatment to prevent bacterial infection.

যদি ১ সপ্তাহের পর ও Stye ভাল না হয়, তাহলে?

  • Must visit to A doctor.
  • In the case of non-response to medical therapy or severe symptoms:
    incision and curettage with systemic antibiotics (e.g., cephalexin)

Stye complications কি কি হতে পারে?
যাদের immunity অনেক কম তাদের ক্ষেত্রে অনেকসময় complications হয়। may recurrence, May present as a chalazion over a few months
Abscess of the eyelid and orbital cellulitis.

এখন আসি, Stye ভাল হবার পর ও recurrence হতে পারে, তাই কিছু Advise দিতে হবে পেশেন্টকে।

  • নিয়মিত চোখ পরিষ্কার করতে হবে। চোখের পাপড়িতে ময়লা জমে যেন না থাকে
  • চোখে কন্টাক লেন্স ব্যাবহার এড়িয়ে যাওয়া ভাল হবে
  • চোখের মেকাপ না তুলে ঘুমানো যাবে না। মেকাপ ক্লিন্সার দিয়ে চোখের মেকাপ তুলতে হবে।
  • চোখ বেশি হাত দিয়ে ঘসা ঘসি করা যাবে না।
  • অঞ্জুনি হলে হাত এর নোখ অথবা সুচ দিয়ে অঞ্জনি গলানোর চেষ্টা করা যাবে না।

Lastly-
Stye and chalazion এর কিছু Difference না বললেই নয়। ক্যালাজিওন কে অনেক সময় Misdiagnosed হয় Stye হিসেবে।

Chalazion VS Stye

Fig : Stye vs chalazion.


1) Usually painless ।। painful
2) Size bigger than Stye ।। size smaller than Chalazion
3) Close to eye lidmargin ।। very close to eye lidmargin
4) Must need Surgical Treatment ।। Conservative Treatment

Eshatir Razia Rojalin
Rangpur Army medical College
Session: 2015-16

প্ল্যাটফর্ম একাডেমিক/রাফায়েত হোসেন সৌরভ

Leave a Reply