টার্মের ভাইবা বোর্ডে তনিমার ডাক পড়লো। বেশ সাহসিকতার সাথেই সামনে এগিয়ে গেলো তনিমা।
তনিমা : স্যার, আসসালামু ওয়ালাইকুম।
স্যার: ওয়ালাইকুম আসসালাম।বসো বসো।
তনিমা: ধন্যবাদ, স্যার।
স্যার: দাঁড়াও।
তনিমা: (ভয়ে দাঁড়িয়ে) স্যার আমি কিছু ভুল করলাম?
স্যার:তোমার এই লাঠিটা আলগানোর শক্তি আছে কিনা ভাবছি।
তনিমা: এ আর এমন কী, স্যার? (লাঠি হাতে নিয়ে) নিতে পেরেছি, স্যার।
স্যার: Very good, তনিমা। এখন তোমার হাতের Specimen টা identify করো।
তনিমা: (এই ছিলো আপনার মনে, স্যার- মনে মনে খচখচ করতে করতে বললো তনিমা)।
স্যার: পারবানা?
তনিমা: বলছি, স্যার।
Supplied specimen is moderately heavy, rounded, smooth, wooden blunt weapon having two blunt end and a cylindrical body.
স্যার: Very good. Parts গুলা আবার বলো তো।
তনিমা: স্যার এর তিনটা part আছে ।
a)Two blunt end
b)A cylindrical body
স্যার : আচ্ছা বলো দেখি এটা কী কী domestic কাজে ব্যবহৃত হয়?
তনিমা : স্যার এটা ব্যবহৃত হয়
★ Rolling
★ Planing of field
★ Third leg of men
স্যার: এই যে বললা Third leg of men, সেটা কী জন্য বলা হয় বলতে পারবা?
তনিমা : স্যার যারা অন্ধ কিংবা বৃদ্ধ হওয়ার কারনে ব্যবহার করে সেটা তাদের Third leg হিসেবে কাজ করে । সেজন্যই বলা হয় Third leg of men.
স্যার: বাহ বেশ পারো দেখা যায়। এখন বলো এটা দিয়ে কী কী injury হবে?
তনিমা: স্যার এর Blunt end গুলো দিয়ে হতে পারে,
- Bruise
- Abrasion
- Laceration
- Fracture of bones
- Dislocation of joint
- Head injury
- Incised looking wound
Body দিয়ে হতে পারে,
- Fracture of bones
- Dislocation of joint
- Bruise
- Asphyxia
স্যার: আচ্ছা বুঝলাম এত কিছু।এখন বলো যে body দিয়ে Asphyxia কিভাবে হয়?
তনিমা: স্যার, Neck এ যদি body দিয়ে pressure দেয়া হয় সেক্ষেত্রে হয়।
স্যার: Good. আরেকটা বললা যে Incised looking wound হবে।এটা আবার কী?
তনিমা: These are Lacerations which are produced without excessive skin crushing due to blunt force.
স্যার: এই ধরনের wound গুলো কোথায় কোথায় হয় বলো তো।
তনিমা: স্যার, Incised looking wounds হয়ে থাকে এমন জায়গায় যেখানে skin directly bone এর সাথে contact এ থাকে এবং সেখানে subcutaneous layer একদম কম থাকে।
স্যার: বাহ, ভালো পারছো তুমি। এখন site গুলো বলে ফেলো দেখি বাপু?
তনিমা: Site গুলো হলো,
- Scalp
- Eyebrows
- Cheek bones
- Lower jaw
- Iliac crest
- Perineum
- Shin of tibia
স্যার: বেশ বেশ। এই ধরনের wound এর shape কেমন থাকে?
তনিমা: Spindle shape থাকে সাধারনত, স্যার।
স্যার: Incised looking wound কে তুমি Incised wounds থেকে আলাদা করবে কিভাবে?
তনিমা: (মনে পড়েও পড়ছেনা) চুপ
স্যার: আরেহ পারো পারো। যা ভাবছো তাই বলো।
তনিমা: স্যার, Incised looking wound যদি magnifying glass দিয়ে দেখা যায় তবে margin দেখা যাবে irregular, uneven, ragged. যদি Incised wounds হয় তবে margin হবে regular, even এবং ragged হবে না।
স্যার: খুব ভালো পেরেছো। কেন যে তোমরা Nervous হয়ে যাও?
কোন Wound এ Bleeding বেশি হবে বলোতো?
তনিমা: স্যার Incised looking wound এ হবে। কারন এখানে destruction বেশি হয়।
স্যার: আচ্ছা তোমার জন্য শেষ প্রশ্ন। বলো দেখি এর Medico legal importance কী?
তনিমা:
- Homicide
- Grievous hurt
- Defense
- Assault
স্যার: আরেকটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছিনা ।
তনিমা: জ্বী স্যার বলুন 😁
স্যার: এটা দিয়ে কী suicide হবেনা?
তনিমা: করলে অবশ্যই হবে স্যার। তবে স্যার কেউ কেন সহজ সহজ মরার উপায় ফেলে রেখে এটা দিয়ে Suicide করবে বলুন!
স্যার: আচ্ছা আচ্ছা মানলাম, যাহ। খুব ভালো ভাইবা হয়েছে তবে আরো ভালো করতে হবে।
তনিমা: দোয়া করবেন, স্যার। আসসালামু ওয়ালাইকুম ।
স্যার: ওয়ালাইকুম আসসালাম। পরের জনকে ডেকে দিয়ে যাও।
Reference :
♦ Reddy KSN, Murty OP et al. Mechanical injuries , Essentials of Forensic Medicine and Toxicology. 34th edition. New Delhi: Jaypee Brothers Medical Publishers (P) Ltd;2014. 170-196
Platform Academic Division/
Asma Ul Hasna
Mainamoti Medical College
Session : 2017-18