Blog

The Specimen of Teta/Kotch

রুমা, রুপা দুই রুমমেট । রুমাদের গ্রামে গিয়ে রুপা দেখলো পাশের একটি খালে এক লোক লাঠির মাথায় ফলক ওয়ালা কিছু একটা ছুঁড়লো । আর সেটা টানতেই একটা মাছ উঠে আসলো, যেটা ফলকে গাঁথা। রুমা জানতে চাইলো, রুপা ওটা কী ছিলো?


রুপা : চিনতে পারিসনি? Forensic lab এ এটাই ছিলো । নাম হচ্ছে কোচ ( Kotch)।
রুমা : তাইতো। বুঝতে পারিনি। এর আরো কী কী নাম যেন আছে?
রুপা : মনে নেই? এটাকে Fishing spear, Teta, Kotch বলে।
রুমা: এটা কেমন Weapon?
রুপা: It is moderately heavy, sharp pointed weapon.
রুমা: এর কী কী অংশ আছে? উপরের দিকে দেখলাম সূচালো?
রুপা: এর দুইটা অংশ আছে ।
Weapon proper : এই অংশটা sharp, pointed এবং pointed end টা নিচের handle এর সাথে আটকানো থাকে।
Handle : এই অংশ Weapon proper এর সাথে Fixed থাকে। এই অংশ কাঠ বা স্টিল দিয়ে তৈরি হয়।
রুমা : এর Domestic ব্যবহার কী?
রুপা : এর Domestic ব্যবহার হচ্ছে-
>Fishing.
>Hunting of Snakes,Crocodiles.
রুমা : আরেহ আমি কী বোকা। লোকটা তো আমাদের সামনেই মাছ ধরলো।
রুপা : তুই বোকা না আসলে। একটা ইয়া বড় গাধা।
রুমা : তুমি তো খুব চালাক । বলো দেখি, Teta আর Kotch এর পার্থক্য কী?
রুপা : এ আর এমন কী? Teta এর শুধু উপরের দিকে Pointed থাকে কিন্তু Kotch এর উপরে sharp pointed edge থেকে নিচের দিকে একটা Sharp projection থাকে।

Kotch
Teda


রুমা : বাহ। খুব চালাক তো তুমি! এখন বলো তো দেখি এটা দিয়ে কী কী injury হয়?
রুপা: Weapon proper অংশ দিয়ে হয়:

  1. Penetrating wound
  2. Perforating wound
  3. Punctured wound

Handle দিয়ে হয়:

  1. Abrasion
  2. Bruises
  3. Laceration
  4. Fracture of bone
  5. Dislocation of joint
  6. Incised looking wound


রুমা: আচ্ছা এই যে Punctured wound বললি, এটা কী আসলে?
রুপা: These are deep wounds produced by the pointed end of a weapon or an object entering the body.
রুমা: আচ্ছা দেখি বলতো, এটার আরেকটা নাম কী?
রুপা: জানিনা তো। ভুলে গেলাম।
রুমা: ভুললে হবে নাকি। এটাকে Stab wound ও বলা হয়। আচ্ছা তুই Penetrating, Perforating and Stab wound এর Basic difference টা বলতে পারবি?
রুপা: এটা তো পারবোই। তিনটা Wound ই হয় Sharp pointed end of weapon দিয়ে।
Penetrating wound: এটা Body cavity তে enter করে। যেমন ধর: Abdominal cavity।
Perforating wound : এটা একপাশ দিয়ে Enter করে এবং অন্য পাশ দিতে বের হয়ে যায়। তার মানে হলো Weapon passes through the whole thickness।
Stab/ Punctured wound: এটা Body cavity তে এটার করার আগেই থেমে যায়। মানে Cavity পর্যন্ত যেতেই পারেনা।
রুমা: খুব ভালো বুঝিয়েছিস। আমার এই জিনিস বুঝতে সবসময়ই ঝামেলা হতো। এখন থেকে আর ভুলবো না ইন শা আল্লাহ ।
রুপা: ইন শা আল্লাহ। আচ্ছা বলতো Teta না Kotch কোনটা দিয়ে injury হলো কিভাবে বুঝবো?
রুমা: আসলেই তো, কিভাবে বুঝবো?
রুপা: খুব Easy। Margin দেখেই বোঝা যাবে কোনটা দিয়ে injury হয়েছে।
যদি Teta দিয়ে হয়ে থাকে তবে Margin regular থাকবে কিন্তু যদি Kotch দিয়ে হয় তবে এবড়ো থেবড়ো irregular margin পাওয়া যাবে।
রুমা: তাহলে Teta বেশি destructive নাকি Kotch?
রুপা: অবশ্যই Kotch। কারণ Kotch এর Pointed end এ একটা Notch থাকে। যেটা দিয়ে Tissue destruction বেশি হয়। So, Kotch is more destructive.
রুমা: সবই বুঝলাম। কথা হচ্ছে এটা কোন ধরনের Weapon?
রুপা: এতক্ষণে তো বোঝার কথা। এটা মেইনলি Homicidal weapon. আবার মাছ ধরা বা শিকার করার সময় এটা Accidental weapon। আবার এটা Self defense করার সময় ও use হতে পারে। সেক্ষেত্রে Defense weapon।
রুমা: বাহ ভাইবা বোর্ড কাঁপায়ে দিতে পারবা বান্ধুবী। এমন বান্ধবী যেন ঘরে ঘরে থাকে সেই দোয়া করি।
রুপা: থাক থাক। চল খেতে যাই। মা ডাকে।
রুমা: চল।
Reference :
♦ Reddy KSN, Murty OP et al. Mechanical injuries , Essentials of Forensic Medicine and Toxicology. 34th edition. New Delhi: Jaypee Brothers Medical Publishers (P) Ltd;2014. 170-196

Platform Academic Division /
Asma Ul Hasna
Mainamoti Medical College
Session : 2017-18

Leave a Reply