গ্রিক মিথোলজির একজন অন্যতম বীর ছিলেন অ্যাকিলিস (Achilles)। তিনি ছিলেন ট্রোজান যুদ্ধের অন্যতম প্রধান চরিত্র এবং হোমারের “ইলিয়াড” মহাকাব্যের অন্যতম নায়ক।
অ্যাকিলিস ছিলেন নিম্ফ থেটিস ও মিরমিডন-রাজ পেলেউসের সন্তান। জন্মের পর অ্যাকিলিস কে অবিনশ্বর করার জন্য তার মা থেটিস তাকে “স্টিক” নদীতে একবার ডুবিয়েছিলেন। এটি সেই নদী যেখানে দেবতারা অমরত্ব পাওয়ার লক্ষ্যে গোসল করতেন।থেটিস যখন স্টিক নদীতে তাঁর পুত্র অ্যাকিলিসকে ডুবিয়েছিলো, তখন গোড়ালির যে অংশ ধরেছিলো সেটি শুকনো থেকে যায়। ফলে অ্যাকিলিস এর পুরো শরীর অপরাজেয় থাকলেও একমাত্র নশ্বর অংশ ছিলো গোড়ালি। পরবর্তীতে এই জায়গাতেই বিষাক্ত তীর বিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন অ্যাকিলিস। এই কারণে Achilles Heel (“অ্যাকিলিস হিল” বা, অ্যাকিলিসের গোড়ালি) শব্দবন্ধটির দ্বারা কোনো ব্যক্তির প্রধান দুর্বলতাকে নির্দেশ করার রীতি প্রচলিত হয়।
❇️ এই গোড়ালিতেই রয়েছে আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি টেন্ডন যার নাম দেয়া হয় অ্যাকিলিস এর নামানুসারে অ্যাকিলিস টেন্ডন(Achilles tendon)। এই টেন্ডনের অন্যান্য নামগুলো হলো Tendo achilles, Heel Cord, Calcaneal tendon।
❇️ এখন জেনে নেয়া যাক এই টেন্ডনটি তৈরি হয় কিভাবে বা এর Formation। Gastrocnemius, Soleus এবং Plantaris muscle দ্বারা টেন্ডনটি গঠিত হয় এবং Calcaneus bone এর সাথে Attached থাকে। এই টেন্ডনের মাধ্যমে Gastrocnemius এবং Soleus muscle পায়ের Ankle joint এর Plantar Flexion করে থাকে। যার কারণে জাম্পিং, দৌড়ানো এবং হাটার কাজের জন্য টেন্ডনটি গুরুত্বপূর্ণ।
❇️ তাহলে দেখা যাক Achilles tendon এ কি কি ধরনের ইঞ্জুরি হতে পারে:
1.Inflammation of the Achilles tendon is called Achilles tendinitis.
2.Degeneration (tendinosis).
3.Achilles Tendon Rupture.
4.Tendon Xanthomas.
❇️ সাধারণত যেসব কারণে Achilles tendon এ ইঞ্জুরি হয়ে থাকে তা হলো:
▶️ Running
▶️ Heavy Gymnastic
▶️ Dance
▶️ Football
▶️ Baseball
▶️ Volleyball
▶️ Basketball
❇️ Achilles Tendon ইঞ্জুরির ফলে যে যে লক্ষণ দেখা যায়:
⚫ পায়ের পিছনে বা গোড়ালি তে ব্যাথা, কখনো কখনো তা গুরুতর এবং গোড়ালি ফুলে যাওয়া।
⚫ হাঁটার সময় সঠিকভাবে পা ফেলতে না পারা।
⚫ আহত পায়ের আঙুলের উপর দাড়াতে না পারা।
⚫ একটি শব্দ এবং তীব্র ব্যথা টেন্ডন ফেটে যাওয়ার লক্ষণ।
⚫ কোনো শারীরিক ব্যায়াম করার সময় ব্যথা তীব্র হওয়া।
⚫ Planter Flexion করতে না পারায় দৌড়াতে না পারা।
Ref:BD Chaurasia 7th edition.
Internet (https://en.m.wikipedia.org/wiki/Achilles_tendon, https://en.m.wikipedia.org/wiki/Achilles)
Platform Academic Division
Moontaha Farhan
US-Bangla Medical College
Session:2018-19