মুফিজ একজন সিএনজি চালক।সে নিজের স্বাস্থ্যবিষয়ে সচেতন না। একদিন শহর থেকে গ্রামে আসার পথে যাত্রী হিসেবে তার সিএনজিতে উঠে সলিমুদ্দিন নামে সদ্য বিডিএস পাশ করা ডেন্টিস্ট। তিনি গন্তব্য স্থানে পৌঁছানোর পর মুফিজের কাছে ভাড়া কত জিজ্ঞেস করলে, সে ভাড়ার পরিমাণ বলতেছিল ঠিকই, কিন্তু তা স্পষ্টভাবে বুঝা যাচ্ছিল না। বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরও উচ্চস্বরে না বলায় ডাক্তার সাহেব মুফিজের কথা বোঝেন নি। কিন্তু ডা. সলিমুদ্দিন উচ্চস্বরে কথা না বলার কারণ জানতে চাইলে মুফিজ বলে, “স্যার আমার মুখে সেই ছোটবেলা থেকে দূর্গন্ধ । তাই তখন থিকা বন্ধুরা আমারে লইয়া হাসাহাসি করতো, আমার লগে কেউ যাইতে আসতে চাইত না । আমাগের গেরামের যে মক্তবের হুজুর আছিলো সে আমার নাম জানতে চাইলে উচ্চস্বরে না বলায় হুজুর আমারে অপমান করে বাইর করে দিছিলো মক্তব থেন। আমি আবার অপমান সহ্য করতে পারি না তাই ঐ যে মক্তবের থেন পড়া বাদ দিছিলেম আর পড়াশোনাই করি নাই । তাই তো এহন সিএনজি চালাইয়ে পেট চালায়,, কিন্তু স্যার এখনো আগের মতই মুখে দূর্গন্ধ। তাই আর কারো সাথে উচ্চস্বরে কথা বলি না। এমনকি ভাড়া বলে নিতেও সমস্যা হয় । ”
সলিমুদ্দিন এসব হিস্ট্রি নিয়ে বলে তুমি নিয়মিত ‘Dentifrices’ ব্যবহার করলে দূর্গন্ধ থেকে মুক্তি পেতে পারো। কিন্তু মুফিজ এসব নাম শোনে অবাক হয়ে এসব কি তা জানতে চাইলে ডা. সলিমুদ্দিন বলে তাহলে আগে Dentifrices নিয়ে শুনো।
ডা. সলিমুদ্দিন বললো ডেন্টিস্ট্রির ভাষায়, “Dentifrices is a substance used with toothbrush for the purpose of cleaning the accessible surface of the teeth.”
কিন্তু মুফিজ এসব বুঝতে না পেরে বলে, ” স্যার, আপনি এসব কি কচ্ছেন সব আমার মাথার উপর দিয়ে গেল। আমাকে সহজ ভাষায় বুঝিয়ে বলেন।
তখন ডা. সলিমুদ্দিন বলেন, “Dentifrices এমন এক পদার্থ যা দাঁতের উপরের অংশে ভিতরে বাহিরে পরিষ্কার করার জন্য টুথব্রাশের সাথে ব্যবহার করা হয়।”
এটা শোনার সাথে সাথেই মুফিজ সাহেবের আগ্রহ প্রকাশ পায় এবং জিজ্ঞেস করেন ‘Dentifrices’ দেখতে কেমন, স্যার?
ডা. সলিমুদ্দিন বলে, “এটা বিভিন্ন ধরনের পাওয়া যায় যেমনঃ Tooth powder, Tooth Paste ( Paste, Gel, Foam), Liquid( Mouth wash, spray).”
মুফিজ আরো জিজ্ঞেস করে, এগুলা কি কি উপাদান দিয়ে তৈরী হয় জানেন?
ডা. সলিমুদ্দিন বললেন, ‘Dentifrices’ বিভিন্ন উপাদান নিয়ে তৈরী হতে পারে যেমনঃ
⏺️Abrasive materials: (Calcium carbonate, Dibasic Calcium, Phosphate dihydrate, Hydrated alumina & silica).
কাজঃ plaque/stain দূর করে৷
⏺️Humectants: (Sorbitol, glycerin)
কাজঃ উপাদাগুলা শুকিয়ে যাওয়া প্রতিরোধ করে।
⏺️Foaming Agents/Detergents: (Sodium lauryl sulfate,sodium lauryl sarcosinate)
কাজঃ খাবারের অবশিষ্টাংশ দূর করে ও দাঁতের বিভিন্ন অংশ পরিষ্কার করে৷
⏺️Flavoring agents: (Spearmint,peppermint, cinnamon)
কাজঃ বিভিন্ন সুগন্ধি ছড়ায়।
⏺️Binders/thickening agents: (Carboxy methyl cellulose, sorbitol, polyethylene glycol, carbomer)
কাজঃ বিভিন্ন উপাদানগুলোকে একসাথে করে রাখে ও ক্রিমের মত ঘনত্ব বজায় রাখে এবং কঠিন ও জলীয় উপদান আলাদা হতে দেয় না।
⏺️ Water:(Deionized water)
কাজঃ প্রধান জলীয় উপাদান যা সব কঠিন উপাদানগুলো মিক্স করে৷
⏺️Sweetening agents: (Non fermentable sweeteners- sodium saccharin,sorbitol, xylitol)
কাজঃ Paste -এর স্বাদ বাড়ায় এবং একধরনের মিষ্টি স্বাদ দেয়।
⏺️Coloring agents: (Titanium dioxide, liquor rubri, liquor caramini, methylene blue)
কাজঃ Paste-এর সৌন্দর্য্য বৃদ্ধি করে।
⏺️ Preservatives (Sodium benzoate,methyl paraben)
কাজঃ Paste-এর উপাদান নষ্ট করে এমন আনুবীক্ষণিক জীবাণুর বংশবৃদ্ধি রোধ করে৷
⏺️Anti-caries & anti-plaque agents: (Fluoride, xylitol, calcium phosphate, sodium lauryl sulphate, triclosan)
কাজঃ দাঁতে গর্ত (Caries) হতে দেয় না এবং দাঁতের ময়লা (Plaque) জমা রোধ করে।
⏺️Anti Halitosis agents: (Spearmint, peppermint,menthol)
কাজঃ মুখের দুর্গন্ধ দূর করে।
মুফিজ উপাদানের বিবরণ শুনে অবাক হলো এবং জিজ্ঞেস করলো, “কোনডা ভাল আর কোনটা খারাপ বুঝুম ক্যামতে?”
তখন ডা. সলিমুদ্দিন বললো, ” ভাল খারাপ বুঝার জন্য ভালটার বৈশিষ্ট্য জানা লাগবে তোমার।” যেমনঃ
★It shouldn’t contain such ingredients which is harful for mouth & teeth. অর্থাৎ, মুখগহ্বর ও দাঁতের ক্ষতি করে এমন উপাদান এটাতে থাকতে পারবে না।
★It shouldn’t stain the tooth. অর্থাৎ এটা দাঁতে দাগ সৃষ্টি করতে পারবে না।
★It shouldn’t inactivate the enzymes of saliva & gastric juice. অর্থাৎ এটা লালাগ্রন্থি ও গ্যাস্ট্রিক জুসের এনজাইমকে নিষ্ক্রিয় করবে না।
★It should have pleasant color, odor & taste. অর্থাৎ এটা আকর্ষণীয় রঙ, গন্ধ এবং স্বাদ থাকতে হবে।
★It shouldn’t scratch to tooth enamel. অর্থাৎ এটা দাঁতের এনামেল ক্ষয় হতে দিবে না।
“মুফিজ জানো ‘Dentifrices’ মুখে দূর্গন্ধ দূর করা করা ছাড়াও আরো অনেক কাজ করে? তোমার দাঁতকে সুস্থ রাখে? “
মুফিজঃ “না স্যার, কন তো দেহি?”
ডা. সলিমুদ্দিন বললো, “তাহলে শুনো।”
১) Caries prevention. অর্থাৎ দাঁতের ক্ষয়রোধ করে।
২) Tooth sensitivity reduction. অর্থাৎ দাঁতের শিরশির ভাব কমায়।
৩) Calculus reduction. অর্থাৎ দাঁতে ময়লা জমে পাথরের মত শক্ত হওয়া কমায়।
৪) Gingivitis reduction. অর্থাৎ মাড়ির প্রদাহ কমায়।
৫) Halitosis reduction. অর্থাৎ মুখের দূর্গন্ধ কমায়।
তোমার শুধু এসব জানলে হবে না, কিভাবে মুখ ও দাঁতের যত্ন নিবা এটাও জানতে হবে। যেমনঃ
☛প্রতি রাতে খাওয়ার পর ঘুমানোর আগে এবং সকালে নাস্তা করার পর এই দুইবার ‘Dentifrices‘ দিয়ে ব্রাশ করতে হবে।
☛দাঁতে শিরশির অনুভূতি থাকলে দাঁত সাদা করার ‘Dentifrices‘ ব্যবহার করা যাবে না, এতে এই অনুভূতি আরো বাড়তে পারে।
☛যদি দাঁতে ব্যথা এবং শিরশির অনুভূতি থাকে তাহলে ডেন্টিস্ট এর সাথে যোগাযোগ করে মেডিকেটেড ‘Dentifrices‘ ব্যবহার করতে পারো।
☛একই মানের বা একই ব্র্যান্ডের ‘Dentifrices‘ দীর্ঘদিন ব্যবহার করবা না।
মুফিজ তো ডাক্তার সাহেবের কথা শুনে হতবাক। মুফিজ চিন্তা করতে থাকলো যে এই Dentifrices এর মধ্যে যে এতো কিছু আছে তার অজানা সবই। মনে মনে ভাবতে থাকে আজকে যদি ঐ ছোট বেলায় দাঁত কয়লা দিয়ে না মেজে dentifrices ব্যবহার করতাম তাহলে হয়ত আজ আর সিএনজি চালাতে হতো না। পড়াশোনা করে আজ নিজেকে অনেক ভালো অবস্থানে দেখতে পারতাম। হঠাৎ করেই ডাক্তার সাহেবের ডাকে তার চিন্তার অবসান ঘটে।
ডাক্তার সাহেব বললেন ” কি মুফিজ বুঝলা তো, dentifrices ব্যবহার করা কত জরুরি!!!”
মুফিজ বলল, “জ্বি সাহেব আমি বুইঝা গেছি , এহন থেকে Dentifrices-কে হ্যাঁ বলব, আর বাকি সব কয়লা-মাজনকে না বলব। তালি পরে আর আমার কুনো সমস্যাই হইবো না। সাহেব আজইকা তাইলে আমি যাইগা। আপনার এ উপকার আমি কোনো দিন ও ভুলবো না, স্যার।”
এই বলে মুফিজ বিদায় নিলো।
ডা. সলিমুদ্দিনও তখন মনে মনে হাসতে লাগলো এবং এক তৃপ্তির হাসা হেসে মনে মনে চিন্তা করল যে একজনকে সে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে এবং dentifrices কে সুন্দর করে উপস্থাপন করতে পেরেছেন। বলতে বলতে এরা গন্তব্য স্থানে পৌঁছালো এবং একে অপরকে বিদায় দিলো।
তাসনিয়া রোজলীন
উদয়ন ডেন্টাল কলেজ
২০১৮-১৯
তাসনিম হাসান রাফি
মার্কস ডেন্টাল কলেজ
২০১৮-১৯
রাকিবুল হাসান শাওন
সাপ্পোরো ডেন্টাল কলেজ
২০১৮-১৯