Blog

Let’s know about Emotional expression

আমরা বিভিন্ন সময় বিভিন্ন এক্সপ্রেশন দেই, পরিচিত কিছু এক্সপ্রেশন দেয়ার সময় যেসব ফেসিয়াল মাসল কাজ করে, এদের ফাংশনগুলো নিয়ে একটু গল্প করি চলেন:

Situation: 01

Frowning-
(যখন, সকালের খাবার ডাকতে ডাকতেও দুপুর হলেও খাই না!আম্মুর রিএকশন।)

🌸Corrugator supercilli
-Vertical wrinkles of forehead.

🌸Procerus
-Transeverse wrinkles across the root of nose.

Situation: 02

Surprise-
(আব্বু আম্মু এসে যখন দেখে পড়তেসি অবাক হয়।)
Horror-
(আমি হাতে ফোন নিলে আর আম্মু আব্বু এসে পড়লে।)
Fright –
(বকা খাওয়ার পরে আমি।)

🌸Frontalis muscle
-Elevation of the eye brows.
-Transverse wrinkles of forehead.

Situation:03

Anger
(যখন রাত চারটায় এসে দেখে আমি ঘুমাচ্ছি না বা মশারী না টানায় বইয়ের ওপর ঘুমাচ্ছি।)

🌸Dilator nares
-Dilating the anterior nasal apertures.
🌸Depressor septi
-Depressing the mobile part of the septum.

Fig: Emotional expression with facial muscles.

Situation: 04

Sadness-
(তারপর হুট করে জেগে গেলে দেখি,আব্বু আম্মু বেজার হয়ে গেছে।)

🌸Levator anguli oris
🌸Levator labii superioris
🌸Zygomaticus minor

-Accentuating the naso-labial furrow.

🌸Depressor anguli oris
-Drawing angle of mouth downward and laterally.

Situation:05

Laughing
(যখন আইটেম ক্লিয়ার হয়।)

🌸Zygomaticus major
-Drawing the angle of mouth upward and laterally.

Situation: 06

Irony
(পাশের বাসার আন্টি যখন আমার ভালো কিছু দেখে বা হিংসুটে বান্ধবী যখন আমার ভালো কিছু দেখে, বা,
আমার ভ্লগের নেগেটিভ রিভিউয়ার যারা ভাবে এসব আইডিয়া কই পাই।)

🌸Depressor labii Inferioris
-Drawing the angle of mouth downward and somewhat laterally.

Situation: 07

Grinning
(যখন আমি আমার ভ্লগ দেখি।)

🌸Risorius
-Retracting the angle of mouth laterally.

Situation: 08

Disdain
(যখন কেউ আমার হাহার পোস্টে লাইক দেয়।)
🌸Mentalis
-Puckering the chain and protruding the lower lip.

Afrin Nioty
Dhaka community medical College, Dental unit.
Session:19-20

Platform Academia/ Sushmita Akter

Leave a Reply