জলিল আর ট্রাম্প X-ray করে ইতিমধ্যে চলে এলো সেই সাথে রেডিওগ্রাফিক ফ্লিম টা নিয়ে এসে ডা.পি এর হাতে দিল।ডা.পি দেখার জন্য “X-ray view box” এ X-ray টা সেট করতে করতে ট্রাম্প আবারো একটি প্রশ্ন করে বসল —
🤓ট্রাম্প: আমাকে তো জলিল ধরে বেধে নিয়ে আসলো তোমার কাছে কিন্তু যদি না আনতো তবে কি হতো??
🧑🏼⚕️ডা.পি: খুব ভালো করেছে নিয়ে এসে। তুমি জানো এই Caries এর treatment নাহলে রোগ টা বাড়তে বাড়তে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারতো!!!
Untreated Caries থেকে Pulpitis develop করে। তারপর plup necrosis,pulp gangrene হয়ে Acute বা Chronic Periodontitis হতে পারে। Acute Periodontitis
থেকে Periapical abscess➡️ Alveolar abscess➡️ Cellulitis আর Chronic Periodontitis থেকে Radicular cyst formation ➡️ cyst infected হয়ে Cellulitis তারপর Ludwig’s angina, Cavernous sinus thrombosis,Septicemia হয়ে DEATH হতে পারে।
🤓ট্রাম্প: কি ভয়ংকর কথা!আমি মারাও যেতে পারি এই দাঁতের রোগ থেকে?
👨🏼⚕️ডা.পি: আমাকে তোমার X-ray টা দেখতে দেও আমি দেখে বলছি।
ডা.X-ray দেখে জানালো ভয়ের কিছু নেই ট্রাম্পের “pit & fissure caries” হয়েছে
🤓ট্রাম্প: Caries যদি হয়েই যায় তাহলে কি caries থেকে মুক্তির কোনো উপায় নেই?
🧑🏼⚕️ডা.পি: Caries 100% curable disease.
দাতের মধ্যে Caries কতটুকু extend করেছে তার উপর ভিত্তি করে আমরা Treatment plan করি।
এরজন্য আমরা তোমার মত radiograph করি।যেমন : Periapical x-ray অথবা Orthopantomograph.
X-ray থেকে Caries এর extension দেখে আমরা Conservative treatment দেই।
↪️Caries pulp কে involve না করলে আমরা Restoration দেই।
↪️আর Pulp involve হলে Root Canal Treatment করি।
🤓ট্রাম্প: Caries কি প্রতিরোধ করা সম্ভব??
🧑🏼⚕️ডা.পি: অবশ্যই সম্ভব।
Caries prevention এর জন্য আমরা কিছু উপায় অবলম্বন করতে পারি।যেমন:
🔘 Maintenance of oral hygiene/Plaque control,
🔘 Dietary modification,
🔘 Increasing the resistance of tooth structure to demineralisation.
🔘আর Oral hygiene maintain করার জন্য আবার কতগুলো পদ্ধতি আছে।যেমন –
♦️Mechanical method
♦️Chemical method
♦️️Immunological method.
Mechanical method এর মধ্যে রয়েছে-
🪄Tooth brushing🪥
🪄Using dental floss
🪄Scaling & polishing
আবার Chemical method এরমধ্যে আছে-
🪄Mouth wash (Chlorhexidine)
🪄Fluoride
🪄Antibiotics etc.
🔘তারপর আমাদেরকে Dietary modification করতে হবে। তারজন্য –
🍏 Decrease refined carbohydrate intake & frequency of eating
🍎 Limitation of Sucrose consumption
🍐 Sticky food should be avoid
🍊 Increased raw vegetabless and fruits intake
🍗 Increased protein intake
🥦 Preferred coarse and detergent food
🫑 Addition of caries inhibiting agents to foods (eg. Fluroide,Calcium, phosphates, vitamin k, fatty acid etc.)
🔘 এছাড়াও Demineralisation এর প্রতি Tooth structure এর resistance বাড়াতে হবে।
সেজন্য আমরা –
⭕Fluoride therapy
⭕Pits & fissure sealantss
&⭕ Restorative treatment
করতে পারি।
Fluoride therapy র মধ্যে আছে –
♦️Systemic fluoridation
♦️Topical fluoridation
Systemic fluoridation এর মধ্যে পরে -Water fluoridation,Fluoride tablet,Fluoride milk etc.
আর Topical fluoridation এরমধ্যে আছে – Fluoride mouthrinses,Fluoride dentifrices,Fluoride paste,Fluoride varnish etc.
ডা.পি আরো বললেন Dentistry তে আরো একটা কথা আছে “Good Dental care saves you money” তোমাকে যেমন জলিল সাথে সাথে জোর করে নিয়ে এসেছে তোমার সামান্য খরচেই চিকিৎসা হয়ে যাবে কিন্তু তুমি যদি দেরি করতে তোমার চিকিৎসার খরচ অনেক বেড়ে যেত।
যাই হোক আসো, তোমার ট্রিটমেন্ট শুরু করি।