আকাশের ছোট বোন ভূমি, ১ মাস আগেই মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। মাঝে মাঝেই তাকে Anatomy পড়তে গিয়ে হতাশ হতে হচ্ছে। কি পড়বে, কিভাবে আর উপর Embryology যেন মরার উপর খাঁড়ার ঘা। এ নিয়ে আকাশ মাঝে মাঝে মজা নিতো ঠিকই , তবে আজ সে ঠিক করেছে বোনকে নিয়ে Embryology পড়াতে বসবে।
আকাশ: চল আজকে তোকে Embryology পড়াই।
ভূমি : না না, আমি কিছু পারিনা , আর না পারলে তোমার বকা খেতে হবে।
আকাশ: তোকে পড়া ধরবো না, পড়াবো।
ভূমি: আচ্ছা।
আকাশ : প্রথমেই জানা লাগবে Embryology কাকে বলে?
👉 Embryology is the science that deals with the development and growth of an individual before birth.
বল দেখি কি বুঝলি?
ভূমি: Embryology মানে যে বিজ্ঞান জন্মের আগের বিকাশ আর বৃদ্ধি প্রক্রিয়া নিয়ে আলোচনা করে।
আকাশ: Good, এবার চল আমাদের Human being এর শুরু টা কিভাবে হয় দেখি।
👉 It begins with fertilization of an oocyte by a sperm and culminates with birth of the baby.
এই oocyte আর Sperm কি পরে বলছি।
ভূমি: জ্বি ভাইয়া, বলো তুমি, আমি Note করছি।
আকাশ: Embryology ক্লাসের Common একটা Questions সেটা হলো এই Fertilization টা কি, What is fertilization?
ভূমি: আমি এটা পারি
আকাশ: বলতো দেখি
ভূমি: Fertilization is the process by which the female gamete, the oocyte and the male gamete, the sperm, units to give rise to a zygote.
আকাশ: Very good. আচ্ছা এই Fertilization থেকে Birth পর্যন্ত Period টা কে কি বলে জানিস ?
👉 The entire period of development from fertilization to birth is termed Prenatal Development.
এটার আরেক নাম Gestation period বা Pregnancy.
Prenatal period again divides into 3 periods.
ভূমি: কি কি সেগুলো?
আকাশ: 🖍️1. Preembryonic period
🖍️2. Embryonic period
🖍️ 3. Fetal period
ভূমি : এগুলো কি জিনিস ভাইয়া ?
আকাশ: বুঝিয়ে বলছি,
👉 Preembryonic period : It is the time from conception to the end of 2nd week of intrauterine life.
👉 Embryonic period: It is the time from beginning of the 3rd week to the end of 8th week of intrauterine life.
👉Fetal period: It is the time from beginning of the 9th weeks to a birth of a baby.
ভূমি: Intrauterine life জিনিস টা কি ?
আকাশ: The interval of life between conception and birth.
ভূমি: Conception টা আবার কি জিনিস?
আকাশ: এটা Fertilization এর আরেক নাম।
এবার চল দেখা যাক oocyte আর sperm কি,
🖍️ Oocyte : Female germ or sex cells produced by ovaries. Mature oocyte is called secondary oocyte or ovum.
🖍️ Sperm: Male germ cell produced by testes.
বলতো Oocyte আর Sperm মিলে কি তৈরি করবে?
ভূমি: Zygote?
আকাশ: হ্যা, তাহলে Zygote টা কি ?
ভূমি: Zygote is the cell form by union of sperm and secondary oocyte.
আকাশ: আর এই Germ cell গুলো Derivation of primordial germ cell.
ভূমি: বুঝেছি ভাইয়া।
আকাশ: Germ cell fertilization এর জন্য Prepared হওয়ার যে process তাকে বলে Gametogenesis. Gametogenesis এর মধ্যে Spermatogenesis আর oogenesis আছে।
ভূমি: আমি এগুলোর Definition পারি। বলবো?
আকাশ: বল দেখি।
ভূমি:
🖍️ Spermatogenesis is the process of formation of spermatozoa from spermatogonia.
🖍️ Oogenesis is the process of formation of ovum from oogonia.
আকাশ: বাহ, ভালোই শিখেছিস। আচছা, তুই এটা বলতে পারবি এই Process গুলো আসলে কোন Basic জিনিস Follow করে??
ভূমি: Cell division.
আকাশ: Very good. এবার আমাদের জানতে হবে Human body তে কি কি ধরনের Cell আছে এবং Cell division এর কি কি Process বা Types আছে।
ভূমি: Cells of human body are divided into two types, somatic cell and germ cell.
আকাশ: Human body তে Amount of cell জানিস ?
ভূমি: 60-100 Trillion of cells.
আকাশ: বাহ। বলতো দেখি কোন Cell এর কি কাজ?
ভূমি:
🖍️1. Somatic cell essential for growth, development, regeneration, maintenance of various tissue of the body.
🖍️2. Germ cell essential for production of gametes.
আকাশ: That’s good. বলতো, Cell গুলোতে কোন ধরনের Chromosome থাকে ?
ভূমি: পারি না।
আকাশ: আচ্ছা শোন, Gamete cell এ haploid number of chromosome থাকে, মানে 23 Chromosomes
আর, Body or Somatic cell এ diploid number of chromosome থাকে, মানে 46 Chromosomes.
বল দেখি Human body তে কতগুলো Chromosome থাকে?
ভূমি: 23 Pairs
আকাশ: Yes, among of them 22 pair are autosomes and 1 pair is sex chromosomes.
ভূমি: Sex chromosomes আবার Two types, তাইনা ভাইয়া ?
আকাশ: হ্যা, X and Y type.
Male আর Female Chromose এর Formula টা কি জানিস?
ভূমি:
🖍️ Females have two X Chromose , this is expressed as 44XX.
🖍️ Males have one X and one Y Chromose, this is expressed as 44XY.
আকাশ: Good, এই Gametes গুলাই Cell division এর মাধ্যমে একটা Human body পুরোপুরি Develop হয়।
কালকে তোকে Cell division পড়াবো।
ভূমি: আচ্ছা ভাইয়া।
চলবে …
Reference:
1. T.W.Salder. Langman’s medical Embryology. 14th edition. New Delhi: Wolters Kluwer;2018, Chapter 1, General embryology; p14-29
2. Vishram Singh. Textbook of Clinical Embryology. 2nd edition. New Delhi:Vishram Singh;2018. Chapter 1, Cell division and Gametogenesis; p22-33
Platform Academic Division/ Khadiza Akter Bristy
Enam Medical College, Dhaka
Session: 2018-2019